বিজেপি করলে হাঁটা যাবেনা ঢালাই রাস্তায়, তৃণমূলের আজব ফরমানের পর উত্তপ্ত গোটা এলাকা

বাংলা হান্ট ডেস্কঃ আজব ফরমান তৃণমূলের! বিজেপি করলে হাঁটা যাবেনা ঢালাই রাস্তায়। এই ফরমান জারি হতেই দুপক্ষের চরম সংঘর্ষ পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামের উদয়গঞ্জে। দুপক্ষের এই সংঘর্ষে জখম হয়েছেন বেশ কয়েকজন। দুপক্ষই সংখ্যালঘু পরিবারের বলেই জানা যায়। তৃণমূলের দাবি মমতা ব্যানার্জী ক্ষমতায় এসে রাজ্যের চারিদিকে উন্নয়ন করে ঢালাই রাস্তা তৈরি করেছেন। আর যেহেতু বিজেপি কর্মীরা মমতা ব্যানার্জী বিরোধী। তাই মমতার তৈরি করা উন্নয়ন মূলক রাস্তায় বিজেপির কর্মীদের হাঁটতে দেওয়া যাবেনা।

ধাত্রীগ্রামের উদয়গঞ্জের তৃণমূলের মাতব্বরেরা মমতা ব্যানার্জীর উন্নয়ন মূলক প্রকল্পের ঢালাই রাস্তায় বিজেপি কর্মীরা যাতে না হাঁটেন, সেটার ফরমান জারি করে। এই ফরমান জারি করার পরেই বিজেপির সংখ্যালঘু কর্মীরা বিক্ষোভ দেখান। বিজেপির কর্মীদের বিক্ষোভের পর দুপক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। তৃণমূলের আক্রমণে বিজেপি কর্মীরা আহত হয়ে কালনা মহাকুমা হাসপাতালে ভর্তি হন বলে জানা যায়।

২০১৯ এর লোকসভা নির্বাচনে এরাজ্যে অভূতপূর্ব ফলাফল করেছে গেরুয়া শিবির। ৪২ টি আসনের মধ্যে ১৮ টি আসন ছিনিয়ে গেরুয়া শিবির দেখিয়ে দিয়েছে যে, এরাজ্যে আগামী দিনে তাঁরাই ক্ষমতায় আসতে চলেছে। আর লোকসভা ভোটের দামামা বাজার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উপর তৃণমূলের অত্যাচার দিন দিন বেড়েই চলেছে। এমনকি লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর এরাজ্যে তৃণমূলের হাতে কমপক্ষে বিজেপির ২০ জন কর্মী মৃত্যুর মুখে ঢলে পড়েছেন।

আসন্ন বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজ্যের চারিদিকে কোমর বেঁধে প্রচারে নামা শুরু করে দিয়েছে বিজেপি। শাসক দল তৃণমূলও কম যায়না। পাশের রাজ্য বিহার থেকে স্ট্র্যাটেজিক প্রশান্ত কিশোর এর সাথে কয়েক শ কোটি টাকার চুক্তি করে এরাজ্যে তৃণমূলে জয় ধরে রাখার জন্য আনা হয়েছে। যদিও সেই নিয়ে অনেক রাজনৈতিক আক্রমণের শিকার হতে হয়েছে তৃণমূলকে। এমনকি দলের মেয়র সব্যসাচী দত্ত প্রশান কিশোরকে দেওয়া ৪০০ কোটি টাকা কোথা থেকে আসছে, সেটার উৎস জানতে চেয়েছেন।

ad

Koushik Dutta

সম্পর্কিত খবর