বাংলা হান্ট ডেস্কঃ সবুজ সাথীর সাইকেল চুরি করে বিক্রি করার অভিযোগে কার্যত রণক্ষেত্র হয়ে উঠল নদিয়া জেলার হাঁসখালি। এমনকি গুলি চলারও অভিযোগ উঠেছে স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। গোলাগুলিতে চারজন আহতও হয়েছে। তাঁদের সবাইকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
তৃণমূলের তরফ থেকে অভিযোগ করে বলা হয়েছে যে, বেনালি হাই স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক তথা স্থানীয় বিজেপি নেতা বিমল বিশ্বাস ও তাঁর ভাই তপন বিশ্বাস সবুজ সাথীর সাইকেল চুরি করে বিক্রি করছিল। তৃণমূলের নেতারা জানান, আমরা বাধা দিতে গেলেই আমাদের উপর চড়াও হয় তাঁরা। এরপরই তুলকালাম কাণ্ড বেঁধে যায়।
তৃণমূলের তরফ থেকে বিজেপির নেতাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ করা হয়। অন্যদিকে বিজেপিও একই অভিযোগ করে তৃণমূলের বিরুদ্ধে। দুই পক্ষের গোলাগুলিতে চারজন আহত হয়েছে। তাঁদের সবাইকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে যে, তৃণমূলের চালানো গুলিতে বিমল বিশ্বাস আর তাঁর ভাইপো আহত হয়েছেন। অন্যদিকে তৃণমূল দাবি করেছে, বিজেপির গুলিতে স্থানীয় তৃণমূল নেত্রী শিলা বিশ্বাস ও তাঁর ছেলে শুভম বিশ্বাস আহত হয়েছেন।
বিজেপির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, তৃণমূলে নেতারা তাঁদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে এলাকায় অশান্তি ডেকে এনেছে। বিজেপির অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে বিজেপি ওই এলাকায় ভালো ফল করেছিল, যার জেরে তৃণমূল তেঁতে রয়েছে। আর তাঁরই প্রতিশোধ নিতে এই মিথ্যে চুরির গল্প ফেঁদেছে তাঁরা।