পদ খোয়াচ্ছেন দলবদলুরা? লোকসভা ও বিধানসভায় আজ মুকুলদের নিয়ে গুরুত্বপূর্ণ শুনানি

বাংলা হান্ট ডেস্কঃ একুশের নির্বাচনে তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় ফিরে আসার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা অবশ্যই মুকুল রায়ের (Mukul Roy) দলবদল। রাজনীতিতে চাণক্য বলে পরিচিত মুকুল রায় বিজেপির (BJP) টিকিটে কৃষ্ণনগরের বিধানসভা থেকে জিতে আসার পরেও ফের একবার ফুল বদল করেন। যা নিয়ে প্রথম থেকেই সরব রাজ্যের বিরোধী দলনেতা তথা প্রাক্তন তৃণমূলী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari )।

ইতিমধ্যেই এ বিষয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যয়ের কাছে চিঠি লিখেছে বিজেপি। দলত্যাগ বিরোধী আইন অনুসারে মুকুলের বিরুদ্ধে মামলা রুজু করেছেন শুভেন্দু অধিকারী। সমস্ত তথ্য প্রমাণ, দলবদলের মঞ্চে এবং সংবাদমাধ্যমে মুকুল রায় যা যা বলেছেন সব কিছুই স্পিকারের কাছে জমা দেওয়া হয়েছে। আজ বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের (Biman Bandopadhyay ) সামনে প্রথমবার এই নিয়ে শুনানি শুরু হবে।

কার্যত দলবদল করলেও এখনো পর্যন্ত বিজেপি বিধায়কদের সঙ্গেই বিধানসভায় বসছেন মুকুল রায়। তবে তার বিধায়ক পদ খারিজ করার জন্য যথেষ্ট সরব বিজেপি। অন্যদিকে নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন যারা, তৃণমূল শিবিরের পক্ষ থেকে জানা গিয়েছে তাদেরকেও ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে লোকসভার সেক্রেটারিয়েট তরফে।

bbcdbckcbsd

উল্লেখ্য, কিছুদিন আগেই এ বিষয়ে লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলেছিলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ও। সব মিলিয়ে দুই পক্ষই এখন দলত্যাগ বিরোধী আইনের মাধ্যমে দলেরত্যাগীদের চাপে ফেলতে তৎপর। এখন আজকের এই প্রথম শুনানিতে মুকুল রায়ের জন্য কি নির্দেশ দেবেন স্পিকার সেদিকেই তাকিয়ে থাকবে সকালে।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর