মেঘালয়ে মল্লযুদ্ধ, প্রচারে নামতেই হামলা তৃণমূলের উপর! আহত প্রার্থী ও কর্মীরা

বাংলা হান্ট ডেস্কঃ পাহাড়ী রাজ্য মেঘালয়ের (Meghalaya) দোরগোড়ায় বিধানসভা নির্বাচন (Assembly Election)। সেইমত শেষ সময়ের নির্বাচনী প্রচার চালাতে আটঘাট বেঁধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। অন্যদিকে এদিন ভোট প্রচারে নেমেই ঘটল বিপত্তি। নির্বাচনী লড়াইয়ে নামার পরই আঘাত করা হল তৃণমূল (TMC) বাহিনীকে। মঙ্গলবার মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ের ফুলবাড়ি কেন্দ্রে তৃণমূল প্রার্থী-সহ কর্মী, সমর্থকদের উপর হামলার অভিযোগ। অভিযোগের তীর সরকারের শরিকদল ন্যাশনাল পিপলস পার্টির (NPP) বিরুদ্ধে।

সূত্রের খবর, হামলার ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০ টা নাগাদ। এদিন ভোট প্রচারে পশ্চিম গারো পাহাড়ের ফুলবাড়ি (Phulbari) কেন্দ্রের চারবাতাপাড়ায় এক জনসভার আয়োজন করেছিল ঘাসফুল বাহিনী। ফুলবাড়ির প্রার্থী এসমাতুর মোমিনিনের প্রচারে সেই সভা ছিল। সেখানেই হামলায় আক্রান্ত হন মোমিনিন।

ঠিক কী অভিযোগ এনপিপি-র বিরুদ্ধে? অভিযোগ, মঙ্গলবার রাতে হঠাৎই দুষ্কৃতীরা তৃণমূলের সভায় হামলা চালায়। মঞ্চ ভাঙচুর করার পাশাপাশি তৃণমূলের নেতা কর্মীরা তাদের প্রতিবাদ করায় দু’পক্ষের মধ্যে হাতাহাতি হয়। ঘটনায় ৫৯ বছরের তৃণমূল কর্মী নজরুল হকের মাথা-মুখ ফেটে রক্ত বেরতে থাকে। তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় হয় নিকটবর্তী হাসপাতালে।

আহত ফুলবাড়ির প্রার্থী এসমাতুর মোমিনিন। তার পাশাপাশি আহত অবস্থায় আরও কয়েকজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে সূত্রের খবর। অসুস্থ কর্মীদের দেখভালের দায়িত্ব নিয়েছেন প্রার্থী নিজেই। তৃণমূল প্রার্থীর অভিযোগ, ভোট পূর্বে তাদের সভা বানচাল করতেই এই হামলা আক্রমণ করা হয়। ইতিমধ্যেই এনপিপির কর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তবে তাদের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া মেলে নি।

tmc flag

প্রসঙ্গত, মেঘালয়ে জোরকদমে ময়দানে নেমে শেষ মুহূর্তের প্রচার সারছে সব রাজনৈতিক দল। একদিকে যখন নিজেদের পায়ের জমি আরও আঁকড়ে ধরতে চাইছে বিজেপি ঠিক তখনই মেঘালয়ে ক্ষমতা কায়েম করতে মরিয়া তৃণমূল কংগ্রেস। যার জেরে এবারের বিধানসভা নির্বাচনের লড়াইয়ে প্রার্থী দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।পাশাপাশি তার সঙ্গী হিসেবে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর