প্রচারে বেরনোই হল কাল! দলীয় প্রার্থীকে বেধড়ক পিটিয়ে হাসপাতালে পাঠাল তৃণমূল নেতা

বাংলাহান্ট ডেস্ক : দোরগোড়ায় পুরভোট। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ টি পুরসভায় হতে চলেছে নির্বাচন। এরই মধ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শিরোনামে শাসক দল। প্রচার চলাকালীন তৃণমূল প্রার্থীকে মারধরকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুরের খড়রারপুর এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ঘাটাল মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই প্রার্থী।

এদিন সকালে নেতা কর্মীদের নিয়ে এলাকায় প্রচার সারছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার খড়রার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী অরূপ রায়। হঠাৎই তাঁর সঙ্গে তর্কাতর্কি বাধে এলাকার আর এক তৃণমূল নেতা অনুপ জানার সঙ্গে। কিছুক্ষণের মধ্যেই তর্কাতর্কি হাতাহাতির রূপ নেয়। এরপরই রীতিমতো লাঠি দিয়ে বেধড়ক মারা হয় প্রার্থী অরূপ রায়কে। কোনোক্রমে তাঁকে উদ্ধার করে ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলেই জানিয়েছেন চিকিৎসকরা।

জানা যাচ্ছে এককালে ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি ছিলেন অনুপ জানা। কিন্তু পুরভোটের আগেই হঠাৎ বিক্ষুব্ধ হয়ে ওঠেন তিনি। দল না ছাড়লেও এবারের পুরভোটে কোনো রকম ভাবেই অংশ নেননি অনুপ। এদিন ঝামেলার আগে তিনি দুয়ারে সরকার প্রকল্পের কাজ করছিলেন বলেই খবর। অরূপ রায় সেখানে গেলে শুরু হয় দুপক্ষের বাকবিতন্ডা।

তৃনমুল ব্লক সভাপতি দিলীপ মাজি জানিয়েছেন, ‘দেখলাম ভালোই জখম হয়েছে অরূপ। ওর বাড়ির লোকেদের সঙ্গে কথা বলেছি। ও ইশারাতে যেটুকু বলল তাতে বুঝলাম বুকের বাঁদিকে ব্যথা করছে। পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। তবে এগুলো যারা করছে তারা ভালো করছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে ভোটে দাঁড়িয়েছে আমাদের অরূপ। যারা ওর ওপর আঘাত হেনেছে আমি মনে করি তারা ভুল কাজ করেছে। জনতার রায়ই শেষ কথা। ও নিশ্চয়ই জিতবে জেনে চক্রান্ত করছে কিছু মানুষ।’

একই সঙ্গে গোষ্ঠী কোন্দলের কথাও স্বীকার করেছেন তিনি। তিনি বলেন, ‘গোষ্ঠীদ্বন্দ্বের কথা অস্বীকার করার জায়গা নেই। আমি মনে করি ২০২১ সালে খড়ার এলাকায় যারা আমাদের প্রার্থী শঙ্কর দলুইকে হারানোর জন্য সচেষ্ট হয়েছিল, তারাই আজ আবার আমাদের প্রার্থী, দিদির প্রার্থীকে আক্রমণ করে একইভাবে তৃণমূলের ক্ষতি করতে চাইছে।’

এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি আশিস হুদাইত বলেন, ‘অরূপ রায় প্রচারে গিয়েছিলেন। সেখানে একদল লোক আমাদের জয় নিশ্চিত জেনে প্রার্থীকে না আটকাতে পেরে পাশবিক শক্তির প্রয়োগ করেছে। যারা এ কাজ করেছে তারা দীর্ঘদিন ধরে নিজেদের তৃণমূল বলে দাবি করলেও আসলে ওরা তৃণমূল নয়। স্বেচ্ছাচারি একদল লোক।’ ঘটনার জেরে কার্যতই তীব্র উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর