পঞ্চায়েতে তৃণমূলের প্রার্থিপদ পেতে পাশ করতে হবে লিখিত পরীক্ষায়! কী কী শর্তে মিলবে টিকিট?

বাংলা হান্ট ডেস্কঃ দুর্নীতি! বিগত কিছুমাস ধরে এই শব্দটাই যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে শাসকদলকে (Trinamool Congress)। একের পর এক কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে তৃণমূলের মন্ত্রী, বিধায়ক থেকে শুরু করে যুব নেতাদের। নিচতলার দুর্নীতি যেন কাটা হয়ে গলায় আটকে আছে শাসক দলের। অন্যদিকে, রাজ্যে আসন্ন পঞ্চায়েত ভোট (Panchayat Vote)। তাই এবার পঞ্চায়েতের আগে অভিনব উদ্যোগ তৃণমূলের।

পঞ্চায়েতে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলেযেন কোনো দুর্নীতির আঁচ না লাগতে পারে, যাতে বেনোজল ঢুকতে না পারে, সেই লক্ষ্যে লিখিত পরীক্ষার (Written Test) ব্যবস্থা করা হয়েছে। দল তরফে বিলি করা হচ্ছে ফর্ম। সেই ফর্মে কতগুলি প্রশ্ন রাখা হয়েছে। সব প্রশ্নের জবাব দিতে হবে ইচ্ছুক প্রার্থীদের। এরপর দল তরফে যাচাই করা হবে সেই জবাব। সব উত্তর মন মতো হলে তবেই মিলবে ভোটের টিকিট।

জানা গিয়েছে, দুর্গাপুরের কাঁকসা ব্লকে নির্বাচনে দাঁড়াতে ইচ্ছুক প্রার্থীদের জন্য এমনই ফর্ম বিলি করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনে টিকিট পেতে গেলে দলের প্রতি আনুগত্য থাকলেই চলবে না। সূত্রের খবর, বিলি করা ফর্মে ইচ্ছুক প্রার্থীকে লিখিত ভাবে জানাতে হবে যে, তিনি কোনও রকম দুর্নীতি বা সিন্ডিকেট রাজের সঙ্গে যুক্ত নন। শুধু তাই নয়, মোট ৬টি বিষয়ে লিখিত ভাবে স্বীকারোক্তি দিলে তবেই তিনি পাশ করবেন প্রার্থী হওয়ার পরীক্ষায়।

ফর্মের শর্ত অনুযায়ী, যদি পরে জানা যায় কোনো প্রার্থী দুর্নীতির সঙ্গে যুক্ত রয়েছে, তবে দল তাকে যা শাস্তি দেবে তাই মাথা পেতে নিতে হবে। পাশাপাশি কোনও প্রার্থী অতীতে অন্য কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকলে সেই বিষয়েও পরিষ্কার জানাতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।

tmc flag

প্রার্থী বাছাইয়ের এই পক্রিয়া নিয়ে কাঁকসা ব্লক তৃণমূল সভাপতি ভবানীপ্রসাদ ভট্টাচার্য বলেন, ‘গত পঞ্চায়েতে নির্বাচিত একাধিক প্রার্থীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। এবার যারা স্বীকারোক্তি দেবেন, তাদের তালিকা তৈরি করে রাজ্য নেতৃত্বকে। পাঠানো হবে। রাজ্য নেতৃত্ব চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করবেন।’ পাশাপাশি দ্রুত এই পক্রিয়ার প্রথম ধাপ শুরু করার জন্য অঞ্চল সভাপতি ব্লক কমিটির পদাধিকারী ও শাখা সংগঠনের প্রধানদের আহ্বান জানিয়েছেন।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর