রেল গেটের এপারে ওপারে আটকে দেব-হিরণ! মুখোমুখি হতেই যা করলেন দুই প্রার্থী…তোলপাড় রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ অভিনেতা থেকে নেতা হয়েছেন দু’জনেই। চব্বিশের লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে তৃণমূলের ভরসা দেব (Dev)। অন্যদিকে বিজেপি দাঁড় করিয়েছে হিরণ চট্টোপাধ্যায়কে (Hiran Chatterjee)। ভোট ময়দানে টলিপাড়ার দুই নায়কের লড়াই দেখতে মুখিয়ে আছে রাজ্যবাসী। আগামী ২৫ মে ঘাটালে (Ghatal) ভোটগ্রহণ। তার আগে আচমকাই মুখোমুখি দুই প্রার্থী।

রবিবার ডেবরা এলাকায় কর্মসূচি ছিল তৃণমূল (TMC) প্রার্থী দেবের। অন্যদিকে দুপুর অবধি কেশপুরের আনন্দপুরে কর্মসূচি ছিল হিরণের। কেশপুর থেকে ডেবরায় ফেরেন পদ্মপ্রার্থী (BJP)। অন্যদিকে ডেবরা থেকে বালিচক ফিরছিলেন জোড়াফুল প্রার্থী। তখনই দেখা হয় দু’জনের । বালিচকে রেলগেট পড়ে যাওয়ায় দু’জন দু’দিকে আটকে পড়েন।

একে অপরকে দেখতে পেয়ে হাত নারেন দেব-হিরণ (Dev Hiran)। শুধু তাই নয়, হিরণকে শরীরের যত্ন রাখার পরামর্শও দেন তৃণমূল প্রার্থী। মুচকি হেসে হাত নাড়তে দেখা যায় বিজেপি প্রার্থীকে। ভোট ময়দানে প্রতিপক্ষ হলেও এদিন হাসিমুখে সৌজন্য বিনিময় করেন দেব-হিরণ।

আরও পড়ুনঃ সম্পত্তির জন্য ভাইকে খুন! অভিযুক্ত তৃণমূল নেতা, নাম পরিচয় ফাঁস হতেই…শোরগোল রাজ্যে!

ঘাটালের দুই প্রার্থীর প্রচার কায়দা একেবারে আলাদা। সৌজন্যের রাজনীতিতে বিশ্বাসী দেব। প্রতিপক্ষকে সচরাচর আক্রমণ করতে দেখা যায় না তাঁকে। মানুষের ভালোবাসাতেই ভোটে জিততে বিশ্বাসী তৃণমূল প্রার্থী। অন্যদিকে সম্পূর্ণ বিপরীত হিরণ। অতীতে একাধিকবার দেবকে আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী। প্রতিপক্ষকে নিশানা করে বহুবার সুর চড়িয়েছেন তিনি।

সব মিলিয়ে বলা যায়, একেবারে ভিন্ন ধরণের দুই রাজনীতিক এবার ঘাটালে মুখোমুখি হচ্ছেন। টলিপাড়ার দুই অভিনেতার লড়াইয়ে শেষ হাসি কে হাসবেন তা ঠিক করবেন ঘাটালবাসী। গত দু’বারের জয়ী সাংসদ দেবের এবার জয়ের হ্যাট্রিক হবে নাকি পদ্ম ফোটাবেন হিরণ, সেই উত্তর পাওয়া যাবে আগামী জুন মাসে।

dev and hiran chatterjee

আপাতত নির্বাচনী প্রচার নিয়ে ব্যস্ত দেব, হিরণ দু’জনেই। তীব্র গরমের মধ্যেই এলাকায় ঘুরে ঘুরে প্রচার করছেন তাঁরা। গতকালও প্রচারের কাজে ব্যস্ত ছিলেন দু’জনে। ঘাটালের মানুষের মন জিততে নিজেদের সবটুকু উজাড় করে দিচ্ছেন তাঁরা।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর