‘জিশুদা, জিৎদা, শুভশ্রী, পায়েল সকলেই…’, গরুপাচার নিয়ে দেবের দাবিতে তোলপাড়

   

বাংলা হান্ট ডেস্কঃ চলছে লোকসভা ভোট। এরই মাঝে গতকাল সোশাল মিডিয়ায় ‘দেবের কীর্তি’ পোস্ট করে তোলপাড় ফেলে দেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগে একাধিকবার গরু পাচারের টাকা এনামুল হকের অ্যাকাউন্ট থেকে দেবের (Dev) অ্যাকাউন্টে গিয়েছে বলে দাবি করেছিলেন শুভেন্দু। তার অভিযোগ ছিল, গরু পাচারের (Cow Smuggling Case) টাকায় সিনেমা করেছেন দেব। এরই মাঝে বৃহস্পতিবার এনামুল হকের একটি ডায়রির পাতা পোস্ট করে শুভেন্দু দাবি করেন, তার কোম্পানির টাকা গিয়েছে দেবের অ্যাকাউন্টে।

গতকাল নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার নথি আপলোড করেন শুভেন্দু। গত ২৫.০১.২০১৭ তারিখের কিছু টাকা পয়সার লেনদেনের হিসেবও দেখা যায় সেই পোস্টে। ডায়েরির পাতার ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু বলেন ‘২০১৬ সালে এনামুল হকের ভাইয়ের থেকে দুই দফায় ৫০ লক্ষ টাকা নিয়েছেন দেব।’

এদিকে পাল্টা দেবের দাবি অনেক শিল্পীরাই পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন। বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও তার সঙ্গে কাজ করেছেন। সেইভাবে দেখতে গেলে অর্ধেক ইন্ডাস্ট্রি গরু চোর হয়ে যাবে। শুভেন্দুর ডায়েরির পাতা পোস্টের পাল্টা একটি পোস্টার পোস্ট করেন দেব। সেই পোস্টারে দেখা যায় পিন্টু মণ্ডলের সিনেমায় কাজ করেছেন বিজেপি ক্যান্ডিডেট হিরণ চট্টোপাধ্যায়ও। এই ইস্যুকেই হাতিয়ার করে দেবের প্রশ্ন তাহলে কি তিনিও…

হিরণকে সরাসরি আক্রমণ করে সংবাদমাধ্যমের সামনে দেব বলেন, “এতদিন আমি চুপ ছিলাম কারণ কারোর গায়ে কাদা ছেটালে কতটা কষ্ট হয় সেটা আমি বুঝি। কিন্তু যারা সারা দিন কাদা নিয়ে ঘুরছে তার সঙ্গে আর ভদ্রতা করে কোনো লাভ নেই। হিরণও তো পিন্টু মণ্ডলের সঙ্গে কাজ করেছেন উনিও গরু চোর।” দেব আরও বলেন, “হিরণ আমার আগে কাজ করেছেন। সেইভাবে দেখতে গেলে সবাই গরু চোর। গোটা ইন্ডাস্ট্রিটাই গরু চোর হয়ে যাবে। প্রচুর শিল্পী কাজ করেছেন। কীভাবে ভদ্রলোক আর অভদ্রলোক বাছাই হবে?”

Dev Suvendu Adhikari

আরও পড়ুন: একেই ঝুলছে চাকরি! এবার আরও বিপাকে SSC-র ২৬০০০ শিক্ষক, সুপ্রিম নির্দেশ নিয়ে তোলপাড়

তৃণমূল প্রার্থীর সংযোজন, “হিরো হিরণ যেমন রয়েছে আমি নাম নিতে চাই না, জিশুদা, জিৎদা, শুভশ্রী কিংবা পায়েল সকলে একচেটিয়ে কাজ করেছেন। যেহেতু আমি একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছি তাই আজ আমাকে গরুচোর বলা হচ্ছে। আজ খুব কষ্ট লাগল।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর