পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশ তৃণমূলের, টিকিট পেলেন ফিরহাদ, মেয়র নিয়ে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ আগামী ডিসেম্বর মাসে কলকাতায় হতে চলেছে পুরসভার নির্বাচন। লাগু হয়ে গিয়েছে আচরণবিধি। আর এরই মধ্যে নিজেদের প্রার্থী তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শোনা যাচ্ছিল যে, এবার ফিরহাদ হাকিমকে প্রার্থী করা হবে না, তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফিরহাদ হাকিমকে ফের পুরসভার প্রার্থী করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আরও ৫ বিধায়ককে করা হয়েছে প্রার্থী।

দেবব্রত মজুমদার, অতীন ঘোষ ও দেবাশিস কুমারকে ফের প্রার্থী করা হয়েছে তৃণমূলে পক্ষ থেকে। এছাড়াও সাংসদ মালা রায়কেও পুরসভা নির্বাচনে ময়দানে নামাচ্ছে তৃণমূল কংগ্রেস। মোট ১২৬টি কেন্দ্রের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে দলের পক্ষ থেকে। সহযোগী দলগুলোকে ১৮টি আসন ছাড়া হয়েছে। তৃণমূলের এই তালিকায় মহিলা এবং সংখ্যালঘুদের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

৩৯ জন বিদায়ি কাউন্সিলরকে প্রার্থী করা হয়নি। ৮৭ জনকে পুনরায় দেওয়া হয়েছে টিকিট। মোট প্রার্থীর মধ্যে ৮০ জন পুরুষ ও ৬৪ জন মহিলাকে টিকিট দিয়েছে তৃণমূল। ২৩ জন সংখ্যালঘুকে করা হয়েছে প্রার্থী। ২৩ জনের মধ্যে দুজন খৃস্টান ধর্মাবলম্বী। তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, প্রার্থী তালিকায় সোমকের সব শ্রেণির মানুষদেরই গুরুত্ব দেওয়া হয়েছে।

উল্লেখ্য, তৃণমূলে এখন ‘এক ব্যক্তি এক পদ” নীতি চালু হয়েছে। আর সেই কারণে এবার ফিরহাদ হাকিমকে পুরসভার প্রার্থী করা হবে না বলে শোনা যাচ্ছিল। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ফিরহাদ হাকিমকে ফের প্রার্থী করা হয়েছে। বলাই বাহুল্য, গতবারের মতো এবারেও ফিরহাদ হাকিমকেই কলকাতার মেয়র হিসেবে বাছা হতে পারে।


Koushik Dutta

সম্পর্কিত খবর