বাংলাহান্ট ডেস্কঃ ভোটের দামামা বাজার পর থেকেই সবদলের পক্ষ থেকে পুরোদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার । সেই মত প্রার্থীরাও যে যার কেন্দ্রে কোমর বেঁধে নেমে পড়েছেন জনসংযোগ তৈরিতে। সেখান থেকেই কখনও উঠে আসছে রাজনৈতিক হিংসার খবর আবার কখনও আজব কীর্তি।
সোমবার সেই মত নিজের কেন্দ্র যাদবপুরে বাড়িতে বাড়িতে গিয়ে বড়দের আশীর্বাদ নিয়ে প্রচার চালাচ্ছিলেন তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার ওরফে মলয় মজুমদার। এদিন প্রচারে বেরিয়ে তিনি বলেন, ‘১০ বছর ধরে আমরা কাজ করেছি, ৭ বছর ধরে মোদী সরকার এবং ৩৪ বছর ধরে বাম সরকারের ব্যর্থতার কথা তুলে ধরছি।’ পাশাপাশি শুনেছেন স্থানীয়দের অভাব অভিযোগের কথা।
তারপরই ঘটল বিপত্তি। চরম অস্বস্তিতে পড়লেন প্রার্থী মলয় মজুমদার। গড়ফায় বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর সময় এক বৃদ্ধ দম্পতি প্রশ্নই ছিল তার অস্বস্তির কারণ। ওই বৃদ্ধা দম্পতি প্রশ্ন করেন, ‘মুখ্যমন্ত্রী বুস্টার পাম্পিং স্টেশনের উদ্বোধন করলেও জন কেন আসে না?’
যদিও মলয় মজুমদার জানান, গত বছর থেকে লকডাউনের কারণে কাজ বন্ধ আছে। এমনকি আগামী দু-তিন মাসের মধ্যেই তা চালু হয়ে যাবে বলে প্রতিশ্রুতি দেন তিনি। তদুপরি এদিনের ওই বৃদ্ধ দম্পতির প্রশ্ন যে অস্বস্তিতে ফেলে ছিল তৃণমূল প্রার্থীকে, তা আর বলার জো রাখেনা।