ইদের অনুষ্ঠানে ‘অর্জুন সিং জিন্দাবাদ’ শুনে কাঁচুমাচু পার্থ! তারপরই যা হল…তুমুল ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ তাঁকে লোকসভার (Lok Sabha Election 2024) টিকিট দেওয়া নিয়ে যত ঝামেলা! জগদ্দল-ব্যারাকপুরের ‘বাহুবলী’ অর্জুন সিং তৃণমূল অবধি ছেড়ে দিয়েছেন। সেই পার্থ ভৌমিককে (Partha Bhowmick) দলীয় কর্মীদের মুখ থেকে শুনতে হল ‘অর্জুন সিং জিন্দাবাদ’ স্লোগান। বৃহস্পতিবার ভাটপাড়ায় ঈদের অনুষ্ঠানে যোগ দেন তৃণমূল (TMC) প্রার্থী। সেখানেই প্রতিদ্বন্দ্বীর নামে স্লোগান শুনলেন তিনি।

জানা যাচ্ছে, এদিন পার্থ আসা মাত্রই ‘অর্জুন সিং জিন্দাবাদ’ (Arjun Singh Zindabad) স্লোগান দিতে শুরু করেন দলীয় কর্মীরা। গোটা ঘটনায় খানিক অস্বস্তিতে পড়ে যান জোড়াফুল প্রার্থী। পরে অবশ্য ভুল বুঝতে পেরে ‘সঠিক’ স্লোগান দেন তাঁরা। এদিকে সেই সময় সেখানে উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ।

দেবজ্যোতির দাবি, ‘ভুল’ করে এমন স্লোগান দিয়ে ফেলেছেন দলীয় কর্মীরা। যদিও নির্বাচনের প্রাক্কালে অর্জুন সিংয়ের (Arjun Singh) দলবদল নিয়ে যত সর্বত্র এত চর্চা হচ্ছে, তখন এই ভুল কতখানি সঙ্গত তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়াকিবহাল মহল। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এই ভিডিও। তা নিয়ে হচ্ছে বিস্তর চর্চা।

আরও পড়ুনঃ বালু তো নস্যি! রেশন দুর্নীতিতে বিদেশে ৩৫০ কোটি পাচার করেছেন বিশ্বজিৎ! কে এই ব্যক্তি?

উনিশের লোকসভা নির্বাচনের পর চব্বিশের ভোটেও ব্যারাকপুর কেন্দ্র থেকে অর্জুন সিংকে টিকিট দেয়নি তৃণমূল। এই দাপুটে নেতার পরিবর্তে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের ওপর আস্থা রেখেছে জোড়াফুল শিবির। টিকিট না পাওয়ার পর রাজ্যের শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন অর্জুন। এরপর বিজেপিতে যোগ দেন। পদ্ম শিবিরের তরফ থেকে ফের একবার ব্যারাকপুরের টিকিট দেওয়া হয়েছে তাঁকে।

partha eid

ভোট ময়দানে একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ অর্জুন-পার্থ। রোদ-জল মাথায় নিয়েই চলছে প্রচার। অনেক সময় খাবার খাওয়ার সময়টুকুও পাচ্ছেন না তৃণমূল প্রার্থী। খাবার সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ছেন পার্থ। তৃণমূল প্রার্থী বলেন, ‘গাড়ির মধ্যে রুটি-তরকারি থাকে। মাঝেমধ্যে অমলেটও থাকে। যদি প্রচার থাকে তাহলে গাড়িতে খাবার নিয়েই বেরিয়ে পড়ি’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর