বাংলাহান্ট ডেস্কঃ ষষ্ঠ দফা ভোটের দিন সকালেই চরম বিক্ষোভের মুখে পড়তে হল তৃণমূলের তারকা প্রার্থী রাজ চক্রবর্তীকে। ব্যারাকপুরের লালকুঠি বুথে রাজকে ঘিরে ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। এখানেই শেষ নয়। এমনকি ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগানও। তবে গোটা ঘটনা নিয়ে মোটেও বিচলিত নন তৃণমূলের (TMC) এই সেলেব প্রার্থী। এমনকি এদিনই তিনি আরও বেশি করে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন বলে জানান তিনি (Raj Chakraborty)।
তবে অর্জুন সিংয়ের গড় ব্যারকপুরে (Barrackpore) ভোটগ্রহণ কেন্দ্রে এদিন বুথ পরিদর্শনে গিয়ে তৃণমূল প্রার্থী যে বিক্ষোভের মুখে পড়েছে, তাতে খানিক মজাই পেয়েছেন রাজ। কারণ এদিনের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নাকি এক গেরুয়া (BJP) কর্মী রাজের কানে কানে বলে গেলেন , ‘ম্যা আপকো হি ভোট দুঙ্গা, চিন্তা মত কিজিয়ে’। একথা শোনার পর রাজ চক্রবর্তী বলেন, ‘ব্যারাকপুরের বেশিরভাগ বিজেপি ভোট আসছে তৃণমূলে।’
উল্লেখ্য, এদিনের বিক্ষোভ প্রসঙ্গে রাজ চক্রবর্তী জানান, ‘পুরো বিষয়টি বেশ মজাদার। সংযুক্ত মোর্চার প্রার্থী দেবাশীষ ভৌমিক এবং বিজেপি প্রার্থী চন্দ্রমনী শুক্লার সঙ্গে আমি নিজে গিয়ে দেখা করে অনুরোধ করে এসেছি ভোটাটা শান্তিপূর্ণ হতে দিন।’ কারণ রাজের কথায়, ‘ব্যারাকপুরে সবসময় উত্তপ্ত পরিস্থিতি থেকে। আজ ভোটের দিনটা যেন তেমন টা না হয়।’ তখন তিনি বিক্ষোভ নিয়ে অভিযোগ করেন, ‘ক্যামেরার সামনে তো হাইলাইট হতে হবে, তাই বিজেপি এমন কর্মকাণ্ড করছে’।
উল্লেখ্য, এদিন রাজ্য চক্রবর্তী ফিল্মি কায়দায় তাঁর কেন্দ্রে তৃণমূলের জয় নিশ্চিত বলে দাবি করেন। তিনি বলেন, পরিস্থিতি দেখে আমি বুঝতে পারছি আজকের সিনেমা হিট। আমরা ৩০ হাজারেরও বেশি ভোটে লিড দেব। এবারের ব্যারাকপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী চন্দ্রমনী শুক্লা হলেন সদ্য খুন হওয়া মনীশ শুক্লার মা। বিজেপি সেই আবেগকে কাজে লাগিয়ে এবারের প্রেস্টিজ ফাইটে তাঁর মাকেই ভোটে দাঁড় করিয়ে দিল। তবে শাসকদলের প্রার্থী ‘নির্ভীক’ রাজ। নিজের জয়ের ব্যাপারে এতটাই আত্মপ্রত্যয়ী যে তিনি দাবি করলেন, ‘দিনের শেষে আমরাই হাসব।’