একি কাণ্ড! প্রচার ছেড়ে সেলুনে গিয়ে যুবকের চুল কাটছেন TMC-র সুজাতা, ভাইরাল ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূলের তুরুপের তাস সুজাতা মণ্ডল (Sujata Mondal TMC)। ব্রিগেডের জনগর্জন সভা থেকে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই কোমর বেঁধে ভোট ময়দানে নেমে পড়েছেন তিনি। সম্প্রতি যেমন তাঁর অভিনব নির্বাচনী প্রচার নজর কেড়েছে নেটিজেনদের। সেলুনে গিয়ে নিজে হাতে যুবকের চুল কেটে দেন তৃণমূল (TMC) প্রার্থী। ইতিমধ্যেই সমাজমাধ্যমে তুমুল আলোড়ন সৃষ্টি করেছে সেই ভিডিও।

চব্বিশের লোকসভা ভোটে(Lok Sabha Election 2024)  টিকিট পাওয়ার পর থেকেই শিরোনামে সুজাতা। বেশ কয়েকবার তাঁকে নিয়ে বিতর্কও হয়েছে। কখনও প্রাক্তন স্বামী পদবী ব্যবহার করে ভোট টানার চেষ্টা, কখনও আবার ভোটারদের ‘হুমকি’ দেওয়ার মতো অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তবে এবার কোনও বিতর্ক নয়, বরং তাঁর অভিনব ভোট প্রচার নজর কেড়েছে।

   

আরও পড়ুনঃ শাহজাহান মামলায় চরম ক্ষুব্ধ বিচারপতি! ভরা এজলাসেই বললেন, ‘আপনার ওপরওয়ালাকে…’,

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, একজন যুবকের চুল কেটে দিচ্ছেন সুজাতা। সেলুনের চেয়ারে বসে আছেন সেই যুবক। এদিকে কাঁচি এবং চিরুনি দিয়ে একেবারে প্রফেশনালদের মতো যত্ন সহকারে তাঁর ‘হেয়ারকাট’ করে দিচ্ছেন তৃণমূল নেত্রী। চুল কাটার সঙ্গেই অবশ্য চলছিল ভোট প্রচার।

ভিডিওঃ ক্লিক করুন 

সুজাতার এই অভিনব প্রচারের এই ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে বেশ ভাইরাল হয়ে গিয়েছে। সেলুনে গিয়ে চুল কাটার সঙ্গে তাঁর ভোট প্রচার দেখে অবাক হয়েছেন অনেকেই। সেই সঙ্গেই কেউ কেউ আবার কটাক্ষও করেছেন।

প্রসঙ্গত, চব্বিশের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে প্রার্থী হয়েছেন সুজাতা। ইতিমধ্যেই এলাকায় ঘুরে ঘুরে প্রচার শুরু করে দিয়েছেন তিনি। দিন কয়েক আগে বাঁকুড়ার ওন্দা গ্রামের নতুনগ্রাম এলাকায় গিয়েছিলেন তৃণমূল প্রার্থী। সেখানে গিয়ে তিনি বলেন, যে বুথগুলিতে জোড়াফুল শিবির লিড পাবে সেখানে তিনি ‘জান লড়িয়ে দেবেন’। আর যেখানে পাবে না, সেখানে তিনি তো দূর, দলের কোনও কর্মীকেও আসতে দেবেন না।

tmc candidate sujata mondal haircut during election campaign

সুজাতার এই মন্তব্য় ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায়। তৃণমূল প্রার্থী অবশ্য বলেন, লোকসভা, বিধানসভা থেকে শুরু করে পঞ্চায়েত, এই এলাকায় বরাবর বিজেপি জিতেছে। এদিকে উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এসব দেখে কষ্ট থেকেই এমন মন্তব্য করেছিলেন বলে দাবি করেন তিনি।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর