বাংলাহান্ট ডেস্কঃ সস্ত্রিক সুজিত বসু। একুশের হাইভোল্টেজ নির্বাচনে বিধাননগর (Bidhannagar) কেন্দ্রের তৃণমূল প্রার্থী (TMC Candidate) তিনি। এদিন নির্বাচন কমিশনের কাছে হলফনামায় নিজের মোট সম্পত্তির পরিমান তুলে ধরলেন সুজিত। সেই খবর প্রকাশ্যে আসতেই চক্ষু চড়ক গাছ অনেকের। একাধিক, জমি, ফ্ল্যাট, হিরে, সোনা সহ প্রায় মোট সাড়ে ছয় কোটির মালিক তিনি ।
স্ত্রী ও তাঁর হাতে এখন বর্তমানে নগদ রয়েছে ২ লক্ষ ৯৭ হাজার ১২ টাকা। তবে ব্যাংকে তাঁদের আমানত রয়েছে ৫৮ লক্ষ ৬৪ হাজার ৪৮৩ টাকা। শেয়ার বাজারে তঁদের মোট বিনিয়োগ ৩ লক্ষ ২৩ হাজার ৬৯৫টাকা। সুজিত বসুর জীবন বিমায় রয়েছে ৫ লাখ ১১ হাজার ৭৮৯ টাকার। স্ত্রীর ডাকঘরে মোট সঞ্চয় রয়েছে ২ লাখ ৪ হাজার ৮০৬ টাকা। সঙ্গে রয়েছে একটি জীবনবিমাও। তবে সুজিত (Sujit Bose) বিভিন্ন সংস্থা ও একাধিক ব্যক্তিকে ধার দিয়েছেন, যার পরিমান হল ৪৪ লাখ ৩৭ হাজার ৮২ টাকা।
হলফনামায় সুজিত উল্লেখ করেছেন তাঁর নিজের দুটি গাড়ি রয়েছে। গাড়ি দুটি কিনেছিলেন যথাক্রমে ১৩ লাখ ৮৫ হাজার ৭০০ টাকা এবং ১৫ লাখ ৩ হাজার ১১১ টাকায়। অন্যদিকে স্ত্রীর যে গাড়িটি রয়েছে সেটি কিনেছিলেন ১২ লাখ ৭৩ হাজার ৩৫১ টাকায়। সুজিত বসুর কাছে সোনা রয়েছে প্রায় ১৮০ গ্রাম এবং হিরে রয়েছে প্রায় ৫০০ গ্রাম। সেগুলি সহ মূল্যবান জিনিস মিলিয়ে মোট ৮ লাখ ৪ হাজার ১৪ টাকার সম্পত্তি রয়েছে তাঁর। অন্য দিকে স্ত্রীর প্রায় ৫০০ গ্রাম সোনার গয়না এবং ৫০০ গ্রাম হিরের গয়না রয়েছে। যার মূল্য ২১ লাখ ৪৫ হাজার ৩৬৩ টাকা বলে জানিয়েছেন তিনি।
সুজিত ও তাঁর স্ত্রির মোট অস্থাবর সম্পত্তি রয়েছে যথাক্রমে ১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৭৬৫ টাকা এবং ৬০ লাখ ৬৩ হাজার ২৫৬ টাকা। যার মধ্যে রয়েছে ৩০০ বর্গফুটের একটি দোকান, দুটি ফ্ল্যাট এবং স্ত্রির নামে রয়েছে দুটি দোকান এবং একটি জমি। সবমিলিয়ে যার মূল্য দাঁড়াচ্ছে ৩ কোটি ২০ লাখ টাকা। অন্যদিকে স্থাবর-অস্থাবরের হিসেবে সুজিত ও তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমান দাঁড়াচ্ছে যথাক্রমে ২ কোটি ৭৭ লাখ ৪৪ হাজার ৭৬৫ টাকা এবং ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ২৫৬ টাকা। তবে তাঁদের দুজনেরই রয়েছ মোটা টাকার ঋণ। সুজিতের মোট ঋণ ৭১ লাখ ২৪ হাজার ৯২১ টাকা এবং স্ত্রীর মোট ঋণ ৮৯ লাখ ৮৪ হাজার ১৭৭ টাকা।