পঞ্চায়েত ভোটে জিতেছে বোন! আনন্দে বাজনা আনতে যাওয়াই কাল হল দাদার, পথেই….

বাংলা হান্ট ডেস্কঃ গতকালই ঘোষণা হয়েছে ২০২৩ পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ফলাফল। নির্বাচনে জয়ী প্রার্থীদের আনন্দ উদযাপন করার সময়ে সুপ্রিয়া খাতুনের জীবনে দুঃখের ছায়া। নদিয়ায় (Nadia) কালীগঞ্জে পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের (Trinamool Congress) জয়লাভ করেন সুপ্রিয়া। তবে তার কিছুক্ষন পরেই বাড়িতে আসে দাদার মৃত্যু সংবাদ।

সূত্রের খবর, বোনের জয়লাভের আনন্দে বাজনা আনতে গিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু দাদার। ঘটনাটি ঘটেছে নদিয়ার কালীগঞ্জ ব্লকের বড়কুলবেড়িয়া বাসস্ট্যান্ড এলাকায়। মৃত যুবকের নাম খোরসেদ আলম (২০)। জানা গিয়েছে, খোরসেদের পিসতুতো বোন সুপ্রিয়া খাতুন পঞ্চায়েতে জয়ী হয়েছেন।

বোনের জয়ী হওয়ার খবর শুনে আনন্দ করার জন্য গাড়ি করে বাজনা নিয়ে আসছিলেন খোরসেদ। তবে পথেই ঘটে বিপত্তি। নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। গুরুতর আহত হন খোরসেদ। এরপর স্থানীয় মানুষজন যুবককে উদ্ধার করে তড়িঘড়ি নিয়ে যায় কালীগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানেই তাঁকে মৃত বলে জানান চিকিৎসকরা।

tmc flag

মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। এই বিষয়ে পরিবারের এক সদস্য জানান, ‘পঞ্চায়েত নির্বাচনে দিদির জয়ে ও খুবই খুশি ছিল। আনন্দে ভটভটি করে বক্স ভাড়া করতে গিয়েছিল। বক্স ভাড়া করে আসার পথেই দুর্ঘটনায় মৃত্যু হয়। ভোটে জিতলেও এই দুর্ঘটনায় আমার মেয়ে খুবই মর্মাহত। তার কোনও আনন্দ নেই। ভাইয়ের মৃত্যু সে কোনওভাবেই মেনে নিয়ে পারছে না।’।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর