২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদল তৃণমূলের! পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া হল দল

বাংলাহান্ট ডেস্ক : বিপাকে পার্থ। গতকালই তৃণমূল (Trinamool Congress) নেতৃত্ব জানায় দোষী প্রমাণিত হলে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে পদক্ষেপ করবে দল। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই অবস্থান বদল শাসকদলের। রবিবার দল জানায় এমন কোনও নথি যা থেকে পার্থর বিরুদ্ধে দোষ প্রমাণ করা যায় এরকম কোনও গ্রহণযোগ্য নথি আদালতে পেশ করা হলেই ব্যবস্থা নেবে দল। এর পরই শোরগোল শুরু হয়েছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, শনিবারই পার্থকে ব্যাঙ্কশাল কোর্টে তোলা হয়। ইতিমধ্যেই তাঁর ২ দিনের ইডি(ED) হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

সূত্রের খবর, বর্তমানে পার্থর উপর ক্ষুব্ধ দল। দলীয় সূত্রে খবর, শনিবার গ্রেফতারির পর পার্থকে ঘনিষ্ঠদের ফোন করার অনুমতি দেয় ইডি। কাকে ফোন করতে চান জানতে চাইলে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলেন। টানা তিন বার ফোন করেন। কিন্তু, ফোনে পাননি মুখ্যমন্ত্রীকে। পরবর্তীতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েও সে কথা জানিয়েও ছিলেন পার্থ। এদিকে ইতিমধ্যেই ইডির অ্যারেস্ট মেমোতে মুখ্যমন্ত্রীর নাম ও রয়েছে। আর এটা হয়েছে পার্থর কারণেই। এ কারণেই পার্থর উপর রীতিমতো ক্ষুব্ধ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

প্রসঙ্গত, ইতিমধ্যেই পার্থ ঘনিষ্ঠ হিসাবে উঠে এসেছে অর্পিতা মুখোপাধ্যায় ও অধ্যাপিকা মোনালিসা দাসের নাম নাম। যা নিয়েই রীতি তোলপাড় রাজ্য রাজনীতি। সূত্রের খবর, পার্থর মহিলা সঙ্গ নিয়েই বেশ অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। তবে বিপদের সময় পার্থর পাশে থাকার কথা বলেছেন তিনি। আদালতের নির্দেশ না দেখে পার্থকে সারানো ঠিক হবে না বলেও মনে করেন তিনি। বিশেষ সূত্রে খবর, ইতিমধ্যেই পার্থর বহিষ্কারের বিরোধিতা করেছেন অভিষক বন্দ্যোপাধ্যায়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর