ফিরহাদ হাকিমেই আস্থা তৃণমূলের, কলকাতার পরবর্তী মেয়রের নামে সিলমোহর

বাংলা হান্ট ডেস্কঃ কে হবে কলকাতার পরবর্তী মেয়র? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মহারাষ্ট্র নিবাসে জয়ী প্রার্থীদের নিয়ে হওয়া বৈঠকে কলকাতার মেয়র হিসেবে ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব দেন তৃণমূলে রাজ্য সম্পাদক সুব্রত বক্সি। একই বৈঠকে উপস্থিত ছিলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সকলের কাছে ফিরহাদ হাকিমকে নিয়ে তাঁদের সমর্থন আছে কী না জিজ্ঞাসা করেন।

দলনেত্রীর প্রশ্নের পর সবাই ফিরহাদ হাকিমের নামে সমর্থন জানান। এরপরই ফিরহাদ হাকিমই যে কলকাতার আগামী মেয়র হচ্ছেন, তাতে সিলমোহর পড়ে যায়। পাশাপাশি কলকাতার ডেপুটি মেয়র পদের জন্য অতীন ঘোষকে নির্বাচিত করা হয়। পুরসভার চেয়ারপার্সন হিসেবে মালা রায়কে দায়িত্ব দেওয়া হয়। এবং ১৩ জনকে মেয়র পারিষদ হিসেবে বেছে নেওয়া হয়।

Firhad 4

অতীন ঘোষ সহ মোট ১৩ জনকে নিয়ে গঠিত হল মেয়র পারিষদ। সেখানে থাকবেন তারক সিং, বাবু বক্সি, রামপেয়ারে রাম, জীবন সাহা, দেবাশিস কুমার, দেবব্রত মজুমদার, মিতালি বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, স্বপন সমাদ্দার, বৈশ্বানর চট্টোপাধ্যায়, আমিরুদ্দিন ববি, অভিজিত মুখোপাধ্যায়।

Koushik Dutta

সম্পর্কিত খবর