বাংলা হান্ট ডেস্কঃ গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও (Video) ছড়িয়ে পড়ে, যেখানে পূর্ব বর্ধমানের কালনার তৃণমূল (All India Trinamool Congress) বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুর একটি র্যালিতে ‘পাকিস্তান জিন্দাবাদ” স্লোগান দেওয়া হয়েছে বলে দাবি করে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পর তৃণমূলের তরফ থেকে প্রতিক্রিয়া আসে। তৃণমূল জানায় যে, বিজেপি ভিডিও বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ওই মিছিলে আশীষ দা জিন্দাবাদ বলা হয়েছে, পাকিস্তান জিন্দাবাদ নয়।
তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে যে, বৃহস্পতিবার তপশিলি সংলাপ উপলক্ষ্যে কালনার ১০৮ শিব মন্দিরের সামনে থেকে বিধায়ক বিশ্বজিৎ কুন্ডুর নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। সেই মিছিলে তৃণমূলের নেতা আশীষ প্রামাণিক এর সমর্থনে আশীষ দা জিন্দাবাদ বলা হয়, আর বিজেপি সেটিকে বিকৃত করে ‘পাকিস্তান জিন্দাবাদ” বলে চালায়।
জানিয়ে দিই, এই ঘটনায় এখনো পর্যন্ত দুজন বিজেপির কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে ভুয়ো খবর ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করার অভিযোগ উঠেছে।