ত্রিপুরায় দাঁত ফোঁটাতে পারল না তৃণমূল, অর্ধেকের বেশি আসনে দিতে পারছে না প্রার্থী

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ত্রিপুরায় (Tripura) আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। একদিকে রাজ্য জয়ের উদ্দেশ্যে যেখানে আটঘাট বেধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল, অন্যদিকে এক্কেবারেই বিপরীত চিত্র তৃণমূলের (Trinamool)। ত্রিপুরা বিধানসভার নির্বাচনে এখনও সব আসনে প্রার্থী দিতে পারল না তৃণমূল। রবিবার রাতে দল তরফে প্রার্থিতালিকা ঘোষণা করলে দেখা যায় তালিকায় অর্ধেক আসনেও প্রার্থী দিতে পারেনি তৃণমূল কংগ্রেস। এদিকে আজই নির্বাচনে মনোনয়ন দাখিল করার শেষ দিন।

এ বিষয়ে ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) জানান, প্রথম দফায় ২২ জনের নাম অনুমোদিত হয়েছে। বাকিগুলির নাম এখনও আসেনি। আগামীকালের মধ্যেই সব কেন্দ্রের মনোনয়নপত্র জমা দেবেন তাঁরা। তাঁর কথায়, ‘‘শীর্ষ নেতৃত্ব যাঁদের নামে চূড়ান্ত সিলমোহর দিয়েছেন, তাঁদের নাম ঘোষণা করা হল। পরে বাদ বাকি তালিকা প্রকাশ করা হবে। বাকি তালিকা দলের অফিসিয়াল টুইটার হ্যান্ডলে প্রকাশ করে দেওয়া হবে।’’

অন্যদিকে ভোট প্রসঙ্গে ত্রিপুরার তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস এবং রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেবের দাবি “ BJPকে সুবিধা পাইয়ে দিতেই এখানে জোট করেছে Congress এবং CPIM জোট করেছে। এখানে শাসকদলের বি টিম হয়ে কাজ করছে তাঁরা। পশ্চিমবঙ্গে যেমন বামফ্রন্ট এবং কংগ্রেস শূন্য হয়েছে, এখানেও তাই হবে। এখানে শাসকদলের হার নিশ্চিত।” তবে ঠিক কতগুলি আসনে তৃণমূল লড়াই করবে তা এখনও পরিষ্কার করে জানায়নি দল।

tmc flag f

কেন সব আসনে কেন প্রার্থী দিতে পারলনা ঘাসফুল শিবির? সেই প্রশ্নই সরগরম রাজনৈতিক মহল। কারণ ২৩ এর ভোটকে যথেষ্টই গুরুত্ব দিয়েছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দোপাধ্যায়ও। একাধিকবার দলীয় কর্মসূচী সহ সভা, জন-সভায় মেতেছেন তাঁরা। তবে তাও কেন মোট ৬০ আসনের মধ্যে এখনও অর্ধেক প্রার্থীও ঘোষণা করতে পারলনা বাংলার শাসকদল, সেই প্রশ্নই ঘোরপাক খাচ্ছে গোটা রাজনৈতিক মহলে।

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X