নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ ফের কাটমানি খাওয়ার অভিযোগ উঠল নদিয়ার রানাঘাট পুরসভার ১ নং ওয়ার্ডের তৃনমুল কাউন্সিলর শংকু অধিকারী ও তার দলবলের বিরুদ্ধে।ঘটনা নদিয়ার রানাঘাট ১ নং ওয়ার্ডের সড়কপাড়া এলাকায়।বেশকিছু দিন ধরে ওই এলাকার একটি জমি কিনে মন্দির করার পরিকল্পনা নিয়েছিলেন বিশ্বজিৎ দাস ও তার স্ত্রী মান্তু দাস।
জমির কেনার পর একের পর এক লাগাতার হুমকি আসে বিশ্বজিৎ দাসের কাছে ওই ওয়ার্ডের কাউন্সিলর শংকু অধিকারী ১ লক্ষ ৭৫ হাজার টাকা কাঠমানি খাবে বলে।কিন্তু বিশ্বজিত বাবু ও তার স্ত্রী মান্তু দাস এই কাঠমানির টাকা দিতে অস্বিকার করে।আজ সকালে তাদের জমি দেখতে এবং মিস্ত্রী দিয়ে সীমানা ঘিরতে গেলে স্থানীয় কাউন্সিলর শংকু এবং তার দলবল কাজে বাধা দেয়।
এরপর মিমাংসার জন্য স্থানীয় ক্লাবে ভেতর এলাকার মানুষজনকে ডেকে তা মিমাংসা করার চেস্টা করা হলে সেই মুহুর্তে শংকু অধিকারী তৃনমুল কাউন্সিলর এসে ক্লাব ঘরের মধ্যে সকলের সামনে ব্যাপক মারধর করে এমনকি বিশ্বজিত বাবুর স্ত্রীকেও গায়ে হাত দেওয়া হয়।ঘটনার পর বিশ্বজিত বাবু ও তার স্ত্রী মান্তু দাস রানাঘাট মহকুমা হাসপাতালে আসেন চিকিৎসার জন্য।
পরে রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আক্রান্ত ওই দম্পত্তি।অভিযোগ উঠছে ওই কাউন্সিলরের বিরুদ্ধে এর আগেই ওই এলাকার এক মহিলাকে মারধর করে। প্রশ্ন উঠছে একজন জনপ্রতিনিধি কি এভাবে মারধর করতে পারে।