‘বিবিধের মাঝে দেখ মিলন মহান”, বামেদের মঞ্চে বক্তৃতা তৃণমূল মুখপাত্রর! পেলেন প্রশংসাও

বাংলা হান্ট ডেস্ক : ২০১১ সালে ৩৪ বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বাংলায় ইতিহাস তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাইটার্স দখল করেই তাঁর স্লোগান ছিল বদলা নয় বদল চাই, সোনার বাংলা গড়তে চাই। সোনার বাংলা হয়েছে কিনা তা রাজনীতির প্রেক্ষাপটে আলোচনা সাপেক্ষ।

তবে সৌজন্যমূলক রাজনীতির পরিবেশ যে তৃণমূল সরকার বজায় রেখেছে তা মেনে নিচ্ছেন সকলেই। দলনেত্রীর অনুকরণ করেই এবার আর এক সৌজন্যমূলক দৃষ্টান্ত স্থাপন করলেন কলকাতা মিনউনিসিপ্যাল কর্পরেশনের ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী।

ওই তৃনমূল কাউন্সিলর নিমন্ত্রণ রক্ষা করতে হাজির হন সিপিএম এর একটি অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানের ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করে তিনি লেখেন, ‘আজ আমাদের ৯৮ নং ওয়ার্ডের ২নং নেতাজীনগরে সিপিআই এর আয়োজনে আমাদের রাজ্যের প্রবীন ও শ্রদ্ধেয়া নেত্রী দীর্ঘদিনের সাংসদ গীতা মুখোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত অনুষ্ঠানে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে উপস্থিত ছিলাম বাঁশদ্রোণীতে ১১৩ নং ওয়ার্ডের পিঠে পুলি উৎসবে।’

anup 2

এদিন তিনি অরূপ চক্রবর্তী আরও লেখেন, ‘সেখান থেকে ফিরে গান্ধী কলোনিতে রামকৃষ্ণ পাঠচক্র আয়োজিত বার্ষিক উৎসবে যোগদান করে ৮ নং নেতাজীনগরে মিলন সমিতি আয়োজিত নাট্য উৎসবের সূচনায় উপস্থিত ছিলাম।’

তবে এই একবার নয়। বইমেলা প্রাঙ্গনেও অরূপ চক্রবর্তী সৌজন্যের রাজনীতিই দেখান। সেখানে জাগো বাংলার পাশাপাশি পৌঁছে যান গণশক্তির স্টলেও। বইমেলারও ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘বইমেলা ২০২৩। জাগোবাংলা, গণশক্তি, ছাত্রসংগ্রাম ও বিজেপির স্টলে। এছাড়াও কলকাতা পৌরসংস্থা, সপ্তর্ষি, ধানসিঁড়ি, গুরুচন্ডালী, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্টলে ঘুরে এলাম। আরও অনেকগুলো স্টলে যাওয়া বাকী, আগামী ৭ দিনে সেরে ফেলব মোটামুটি।

Sudipto

সম্পর্কিত খবর