‘টাকার অঙ্কের আগে আর একটি সংখ্যা লিখে..’, TMC নেতার বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় কাউন্সিলর

   

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার প্রকাশ্যে তৃণমূলের (Trinamool Congress) কলহ। বিরোধীরা নয় এবার তৃণমূল নেতার বিরুদ্ধে লক্ষ লক্ষ টাকা লুঠ করার অভিযোগে সরব খোদ তৃণমূলেরই কাউন্সিলর (TMC councillor)। আসানসোল পুরনিগমের একটি ওয়ার্ড কমিটির সম্পাদকের বিরুদ্ধে বিপুল টাকা কারচুপির অভিযোগ তুললেন ওই ওয়ার্ডেরই তৃণমূল কাউন্সিলর।

জানা গিয়েছে আসানসোল পুরনিগমের (Asansol Municipal Corporation) ২৩ নম্বর ওয়ার্ড কমিটির সম্পাদক তথা কাজি নজরুল মুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মহম্মদ সৈয়দ আলম কাদরির বিরুদ্ধে দুর্নীতি করে ওয়ার্ড শিক্ষা ও স্বাস্থ্য কমিটির লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তোলার অভিযোগ তুলে সরব হয়েছেন শাসকদলেরই কাউন্সিলর সিকে রেশমা। তিনি ওই কমিটির সভাপতি পদেও রয়েছে।

সিকে রেশমা জানিয়েছেন ইতিমধ্যেই এই ইস্যুতে তিনি প্রাইমারি স্কুল ইন্সপেক্টর ও আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এভাবে প্রকাশ্যে দলেরই নেতার বিরুদ্ধে এমন অভিযোগ তোলার ঘটনায় শোরগোল ছড়িয়েছে গোটা এলাকায়।

আরও পড়ুন: কিছুক্ষণেই দাপিয়ে ঝড়-বৃষ্টি, সঙ্গী বজ্রপাত! হঠাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় জারি সতর্কতা

কাউন্সিলর সিকে রেশমা বলেন,’ কাদরি স্যরকে বিশ্বাস করে তার কাছে ব্যাঙ্কের পাসবই এবং চেক বই জমা দিয়েছিলাম। যে টাকার অঙ্ক তিনি লিখে নিয়ে আসতেন, আমি তা দেখে সই করে দিতাম। কিন্তু উনি পরে টাকার অঙ্কের আগে আর একটি সংখ্যা লিখে ব্যাঙ্ক থেকে থেকে এভাবে টাকা তোলেন।’

tmc flag

আরও পড়ুন: ED-র জিজ্ঞাসাবাদের পরই অভিষেকের মুখে পার্থর নাম! বিপদ আরও বাড়লো প্রাক্তন শিক্ষামন্ত্রীর?

রেশমার দাবি, “একবার কাদরি স্যরকে এক বার ৩৬ হাজার ২৫০ টাকার চেকে সই করে দিয়েছিলাম। উনি ওই অঙ্কের আগে ‘২ লক্ষ’ লিখে টাকা তুলে নিয়েছেন।’ এভাবে আরও কিছুবার তিনি জালিয়াতি করে ব্যাঙ্ক থেকে টাকা তুলেছেন বলে পড়ে জানতে পেরেছি। এই অভিযোগ তুলে তিনি পুলিশ এবং স্কুল ইনস্পেক্টরকে এই বিষয়ে তদন্তের আরজি করেছেন।

অন্যদিকে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওয়ার্ড কমিটির সম্পাদক তথা কাজি নজরুল মুক্ত প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক মহম্মদ সৈয়দ আলম কাদরি। পাল্টা তিনি বলেন, ‘‘১৫ তারিখ স্কুল ইনস্পেক্টরের কাছে গিয়ে সমস্ত তথ্য দেখাবো। এই ধরনের কোনও অপরাধমূলক কাজ আমি কখনও করি নি। সঠিক তদন্ত হোক। সত্যিটা সামনে আসবে।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর