তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন, সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ফের ফিরলেন মমতার আশ্রয়ে

বাংলাহান্ট ডেস্কঃ মাত্র এক সপ্তাহ আগেই তৃণমূল (tmc) ছেড়ে বিজেপিতে (bjp) যোগ দিয়েছিলেন বিধাননগর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তথা তৃণমূল কাউন্সিলর সাথী বন্দ্যোপাধ্যায়। গত রবিবারই বিজেপিতে যোগ দিয়ে এক সপ্তাহের মধ্যেই ফের মমতার আশ্রয়ে ফিরলেন এই তৃণমূল ত্যাগী কাউন্সিলর।

নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। রাজ্যে চলেও এসেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় রুট মার্চও শুরু করেছে তাঁরা। প্রথমটায় শোনা গিয়েছিল, এবারের বিধানসভা নির্বাচনে বুথে ১০০ মিটারের মধ্যে কোন রাজ্য পুলিশ থাকবে না, থাকবে শুধু কেন্দ্রীয় বাহিনী। কিন্তু পরবর্তীতে জানা গিয়েছে একটি বুথে ৪ জন করে আধাসেনার সঙ্গে একজন করে লাঠিধারী রাজ্য পুলিশ থাকবে।

cdhc

এই পরিস্থিতিতে একদিকে যখন দলে ভাঙা গড়ার খেলা চলছে, তখন শাসক দলের উপর বেজায় ক্ষিপ্ত হয়ে দল ছেড়েছিলেন বিধাননগর পৌরনিগমের প্রশাসক মন্ডলীর সদস্য তথা তৃণমূল কাউন্সিলর সাথী বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহের রবিবার তিনি নাম লিখয়েছিলেন বিজেপি শিবিরে। বিধান নগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর হাত ধরে বিজেপির দলীয় সভায় আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন সাথী বন্দ্যোপাধ্যায়।

সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আবারও ফিরলেন শাসক দলে। গতকাল তৃণমূলের দলীয় কার্যালয়ে বিধান নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজিত বসুর হাত ধরে আনুষ্ঠানিক ভাবেই আবারও তৃণমূলে ফিরলেন সাথী বন্দ্যোপাধ্যায়।

এবিষয়ে সাথী বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘কিছু মানুষের উপর রাগ করে ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম। গত সাত দিন ধরে ভালো করে আমার সেই ভুলটা বুঝতে পারলাম। আমি গত ১০ বছর ধরে মমতা ব্যানার্জির হয়ে মানুষের জন্য কাজ করেছি, তাই এখন এই সাম্প্রদায়িক দলের হয়ে কাজ করতে পারব না। তৃণমূল প্রার্থী সুজিত বসুকে ফোন করতেই উনি বললেন ফিরে এসো, আগের মতই কাজ করবে’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর