বাংলাহান্ট ডেস্ক : শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই মুহূর্তে উত্তপ্ত বঙ্গ রাজনীতি। নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদের একাধিক আধিকারিক রয়েছেন জেলে। একের পর এক দুর্নীতি কাণ্ড সামনে এসে পড়ায় রীতিমতো অস্বস্তিতে রাজ্যের শাসক দল তৃণমূল। এমন অবস্থায় তৃণমূল (Trinamool Congress) পাল্টা কৌশল নিয়েছে প্রাক্তন বাম সরকারকে চাপে ফেলার জন্য।
মুখ্যমন্ত্রী অতীতে একাধিকবার দাবি করেছেন বাম আমলে “চিরকুটের” মাধ্যমে দলের নেতা-কর্মীদের চাকরি দিয়েছে সিপিএম। সুজন চক্রবর্তীর স্ত্রী মিলি চক্রবর্তীর চাকরি নিয়েও প্রশ্ন তুলেছে তারা। এমন অবস্থায় আবারও একটি চাঞ্চল্যকর অভিযোগ তুললো রাজ্যের শাসক দল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের অরূপ চক্রবর্তী বাম আমলের সপ্তম শ্রেণীর একটি গণিতের বইয়ের ছবি পোস্ট করেছেন।
কলকাতা পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ চক্রবর্তী ছবি পোস্ট করার পাশাপাশি লিখেছেন, “ভালো করে দেখুন, ১৯৯৭ সালের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষৎ এর সপ্তম শ্রেণীর গণিত বই। গণশক্তি প্রিন্টার্স থেকে ছাপা। মধ্যশিক্ষা পর্ষদ কি সিপিএমের শাখা সংগঠন ছিল ? এরা নীতি নৈতিকতা নিয়ে জ্ঞান দেবে এরপরেও!!” স্বাভাবিকভাবেই অরূপ চক্রবর্তীর এই পোষ্টের পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
অরূপ চক্রবর্তী (Arup Chakraborty) অভিযোগ তুলেছেন, যে সিপিএম বর্তমানে রাজ্যের শাসক দলকে শিক্ষা নিয়ে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, সেই সিপিএমের শাসনকালে তাদের দলীয় সংবাদপত্র গণশক্তির প্রেস থেকে ছাপা হতো সরকারি স্কুলের বই। অরূপ চক্রবর্তীর এই পোষ্টের পর সোশ্যাল মাধ্যমে বিভিন্ন ব্যবহারকারী মন্তব্য করেছেন। অনেকেই তাদের স্কুল জীবনের পাঠ্য বইয়ের ছবি শেয়ার করেছেন।
অনেক বইতেই দেখা যাচ্ছে যে সেই বইগুলি ছাপানো হতো গণশক্তির প্রেস থেকে। অনেক ব্যবহারকারী সিপিএমকে কটাক্ষ করে প্রশ্ন তুলেছেন, গণশক্তি কি তাহলে সরকারের অংশ ছিল? আবার কিছু ব্যবহারকারীর মন্তব্য, বাম আমলে ত্রুটি বিচ্যুতি হয়েছিল বলেই রাজ্যের মানুষ তাদের সরিয়ে তৃণমূলকে ক্ষমতায় এনেছিল। তাহলে তৃণমূলও কেন সিপিএমের দেখানো পথে হাঁটছে? যদিও এই বিষয়ে সিপিএম বা বামফ্রন্টের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।