বাংলা হান্ট ডেস্কঃ অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হয়েছে। খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দ্বার উন্মোচন করেছেন। এরপর থেকেই শিরোনামে রয়েছে এই মন্দির। তার রেশ কাটতে না কাটতেই এবার শহর কলকাতায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। সোমবার, বুদ্ধ পূর্ণিমার পুণ্য লগ্নে এই মন্দিরের উদ্বোধন হবে। এই মন্দির নির্মাণে বড় ভূমিকা নিয়েছেন কলকাতা পুরসভার ১০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা বোরো ১২-র চেয়ারম্যান সুশান্ত ঘোষ (Sushanta Ghosh)।
১০৮ নং ওয়ার্ডের আনন্দপুরে তৈরি হয়েছে এই মন্দির (Jagannath Temple)
গত বছর নভেম্বর মাসে সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন সুশান্ত। নিজের বাড়ির সামনেই আততায়ী হামলার শিকার হওয়া থেকে রক্ষা পেয়েছিলেন তিনি। ভাগ্যক্রমে বেঁচে যাওয়ায় ভগবানের কৃপায় আস্থা রাখেন এই তৃণমূল কাউন্সিলর। এবার তাঁর উদ্যোগে কলকাতার বুকে তৈরি হল জগন্নাথ মন্দির। তাহলে কি আততায়ীদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই এই সিদ্ধান্ত? ইতিমধ্যেই মুখ খুলেছেন সুশান্ত নিজে।
জোড়াফুল (Trinamool Congress) কাউন্সিলর বলেন, ‘নভেম্বর মাসে আততায়ীদের গুলি থেকে রক্ষা পাওয়ার সঙ্গে এই মন্দির তৈরির কোনও সম্পর্ক নেই। আমায় যারা ব্যক্তিগতভাবে চেনেন, তাঁরা জানেন, আমি একজন ধার্মিক মানুষ। ছোটবেলা থেকে প্রভু জগন্নাথের মন্দির তৈরি করার স্বপ্ন ছিল। মুখ্যমন্ত্রী যখন দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কাজ শুরু করলেন, তখন থেকেই আমার মনেও মন্দির বানানোর আগ্রহ জন্ম নিল’।
আরও পড়ুনঃ তীব্র গরমের মধ্যেই ধেয়ে আসছে ‘সুপার সাইক্লোন’? ল্যান্ডফল কবে? আবহাওয়ার খবর
সুশান্ত জানান, মন্দির তৈরির আগ্রহ তাঁর বহুদিনের। তবে জায়গার অভাবের কারণে সেই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছিল না। বছর দেড়েক আগে জায়গা পাওয়া গেলেও, টাকার সমস্যা দেখা দেয়। তৃণমূল কাউন্সিলর জানান, মন্দির তৈরির জন্য তিনি বহু মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন। প্রত্যেকে সাহায্য করেছেন। সেই জন্যই আনন্দপুরে প্রভু জগন্নাথকে আনতে পেরেছেন। ঈশ্বর চেয়েছেন বলেই এই মন্দির বানাতে পেরেছেন, নাহলে কিছুই সম্ভব হতো না বলে মন্তব্য করেন তিনি।
জানা যাচ্ছে, গত শনিবার থেকে মন্দির উদ্বোধনের ধর্মীয় আচার শুরু হয়েছে। মন্দির উদ্বোধনের জন্য পুরীর মন্দিরের ১২ জন পুরোহিতকে আনা হয়েছে। সোমবার তথা আজ বুদ্ধ পূর্ণিমার দিন এই মন্দির উদ্বোধন হবে। এরপর জনগণের জন্য খুলে যাবে মন্দিরের দরজা।
জানা যাচ্ছে, ভিন রাজ্যে নির্মিত নিমকাঠের জগন্নাথ মূর্তি মন্দিরে আনা হয়েছে। এই মন্দিরে কেবলমাত্র জগন্নাথ দেবই পূজিত হবেন। বলরাম ও সুভদ্রার মূর্তি এখানে থাকবে না বলে খবর। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য রাজনীতির পাশাপাশি বিনোদন ও সাংস্কৃতিক জগতের খ্যাতনামা ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে অক্ষয় তৃতীয়ার দিন দিঘার জগন্নাথ মন্দিরের (Jagannath Temple) উদ্বোধন হয়েছে। এরপর থেকেই শিরোনামে রয়েছে সেই মন্দির। রাজনীতির দুনিয়াতেও এটি চর্চার অন্যতম ‘টপিক’। এই নিয়ে আলোচনার মাঝেই এবার খাস কলকাতায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হচ্ছে। এক্ষেত্রেও নেপথ্যে রয়েছেন তৃণমূলের এক নেতা। শাসকদলের কাউন্সিলর সুশান্ত ঘোষের উদ্যোগে এই মন্দির নির্মিত হয়েছে।