আবাস যোজনা টাকা পাইয়ে দেওয়ার জন্য ঘুষ চাইছেন কাউন্সিলর! ভাইরাল অডিও ক্লিপ

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি একটি অডিও ক্লিপ সামনে এসেছে। সেই ক্লিপে শোনা যাচ্ছে রানীগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নেহা সাউ আবাস যোজনার জন্য এক মহিলার কাছ থেকে টাকা চাইছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন পত্রে সই করার জন্য টাকা চাইতে শোনা যাচ্ছে নেহা সাউকে। এই ক্লিপ ভাইরাল হওয়ার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রানীগঞ্জ এলাকাজুড়ে।

জানা গেছে, রানীগঞ্জ (Raniganj) এলাকার বাসিন্দা কল্পনা বাউর ২০১৬-১৭ অর্ধবর্ষে আবাস যোজনার জন্য আবেদন করেন। তার আবেদন মনোনীত হয়। এরপর আবাস যোজনা টাকা আদায়ের জন্য তিনি পৌঁছে যান রানীগঞ্জের ৮৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নেহা সাউ এর কাছে। অভিযোগ সেই সময় নেহা সাউ কল্পনা দেবীর কাছে টাকা দাবি করেন।

এই ঘটনার অডিও ক্লিপেও স্পষ্ট শোনা যাচ্ছে সেই কথা। এই ঘটনার প্রেক্ষিতে নেহা সাউ বলেছেন, তিনি তার ব্যক্তিগত কাজের জন্য টাকা চাননি। কল্পনা দেবীর ছেলে বলেছিল কাজ হয়ে গেলে সে মন্দিরের জন্য টাকা দেবে। তাই তিনি মন্দিরের জন্য টাকা চেয়েছিলেন। যদিও বিরোধীরা এই দাবি নস্যাৎ করে দিয়েছে।

তারা বলছে, যে হতদরিদ্র পরিবার আবাস যোজনার টাকায় বাড়ি করছে তারা কিভাবে এতগুলো টাকা মন্দিরে দেবে? বিজেপি (Bharatiya Janata Party) টাউন প্রেসিডেন্ট দেবজিৎ খাঁ বলেছেন, দুর্নীতি তৃণমূলের অভ্যাসে পরিণত হয়েছে। আগেই আমরা বলেছি আবাস যোজনার নামে তৃণমূল দুর্নীতি চালাচ্ছে। এবার সেই কথা আরও স্পষ্ট হল।

Raniganj

রানীগঞ্জ শহরের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সভাপতি রুপেশ যাদব বলেছেন, এই ধরনের ঘটনা দল কখনোই মেনে নেবে না। সম্পূর্ণ বিষয়টি জানানো হয়েছে দলের শীর্ষ নেতৃত্বকে। তারাই সিদ্ধান্ত নেবেন। তবে, এই ভিডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর রীতিমতো যে শোরগোল পড়ে গিয়েছে একথা বলাই বাহুল্য।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর