বাংলা হান্ট ডেস্কঃ করোনার কারণে এখনও ঘোষিত হয়নি উপনির্বাচন, আর এই উপনির্বাচনেই কার্যত ঝুলে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) ভাগ্য। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary ) কাছে হারের পর মুখ্যমন্ত্রী পদে বসতে অসুবিধা না হলেও আগামী দিনে নির্বাচন না হলে সমস্যায় পড়তে হবে মুখ্যমন্ত্রীকে। আর তাই কার্যত এখন থেকেই তোড়জোর শুরু করল তৃণমূল।
নির্বাচন নির্ঘণ্ট প্রকাশিত না হলেও নতুন স্লোগান তৈরি করে ফেলল তৃণমূলের জয় হিন্দ বাহিনী। এর আগে একুশে নির্বাচনে ‘বাংলা নিজের মেয়েকেই চায়’ এই স্লোগান যে রীতিমতো কার্যকরী হয়েছিল তা পারতপক্ষে মেনে নিয়েছেন সমস্ত রাজনৈতিক পর্যবেক্ষকরাই। পিছনে বড় হাত ছিল প্রশান্ত কিশোরের টিম আইপ্যাকের। ইতিমধ্যেই ঠিক হয়েছে ভবানীপুর থেকে উপনির্বাচন লড়বেন তৃণমূল নেত্রী। আসন থেকে সরে দাঁড়িয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়ও।
সেই সূত্র ধরেই এবার তৃণমূলের স্লোগান ‘উন্নয়ন ঘরে ঘরে ঘরের মেয়ে ভবানীপুরে’ তৃণমূলের শাখা সংগঠন জয়হিন্দ বাহিনীর সভাপতি কার্তিক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দিদি তো ভবানীপুরের ঘরের মেয়ে। তাই ভবানীপুরের নেতা-কর্মীরা অতি উৎসাহী হয়ে স্লোগান তৈরি করেছেন। আমরা সেই স্লোগান নিয়েই উপনির্বাচনের প্রচার শুরু করে দিয়েছি। কারণ, দিদি ছাড়া ভবানীপুর আসনে যোগ্য প্রার্থী কেউ হতে পারেন না বলেই কর্মীরা বিশ্বাস করেন।’’
প্রসঙ্গত, ২০১১ সালের উপনির্বাচন এবং ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই আসন থেকেই জয়ী হয়েছিলেন মমতা। একুশের নির্বাচনে ভবানীপুর আসন থেকে জিতেছেন শোভনদেবও। তাই কার্যত এই আসন যে তৃণমূলের গড় তা বলাই বাহুল্য। যদিও আগামী দিনে হিসেব কি দাঁড়ায় উত্তর দেবে সময়ই। তবে ইতিমধ্যেই তৃনমূলকে প্রস্তুতি শুরু করেছে, তা প্রমাণিত হল চারিদিকে এই স্লোগানে ভরা পোস্টার সামনে আসতেই।