ফের হার TMC-র! সাগরদিঘীর পর এবার উলুবেড়িয়া আদালতের বার অ্যাসোসিয়েশন দখল বিরোধীদের

বাংলা হান্ট ডেস্ক : ফের রাজ্যের এক নির্বাচনে পর্যুদস্ত হল তৃণমূল (Trinamool Congress)। সাগরদিঘির পর এবার শাসনে হার জোড়াফুলের। উলুবেড়িয়া (Uluberia) আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে হেরে গেল বাংলার শাসকদলের। এর আগে এই বোর্ড ছিল তৃণমূলের হাতে। সেই বোর্ড এবার ছিনিয়ে নিল বিরোধীরা।

ফের একবার বাংলার বুকে ডঙ্কা বাজলো নন্দগ্রাম মডেলের। এবার বাম রাম এক হয়ে দখল নিল উলুবেড়িয়া আদালতের বার অ্যাসোসিয়েশন। এই নির্বাচনে মোট ১৮ টি আসনের মধ্যে ১১ টি আসন জিতে নিয়েছে বিরোধীরা। জানা গিয়েছে, শাসক দলের প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছে। দেওয়ানি ও ফৌজদারি দুই বিভাগেই সভাপতি, সম্পাদক সহ অধিকাংশ গুরুত্বপূর্ণ পদেই বিরোধী প্রার্থীরা জয়ী হয়েছেন।

গত বৃহস্পতিবার সাগরদিঘির ফলাফলের পর গত শনিবার উলুবেড়িয়া আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়। গতকাল সোমবার সেই নির্বাচনের ফল ঘোষিত হয়। দেখা যায় তৃণমূলের কাছ থেকে ক্ষমতা দখল করেছে বিরোধী পক্ষ। এরপরই তৃণমূল নেতারা নন্দকুমার ও সাগরদিঘির মতো বিরোধীপক্ষের এই জোটকেও রামধনু জোট বলেই কটাক্ষ করেছেন।

bjp tmc

উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, ‘গত শুক্রবার বিরোধীরা সন্ত্রাসের অভিযোগ করেছিলেন। আজ তাদের অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়ে গেল।’ তিনি বলেন, ‘আমাদের সাতজন জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাই। পাশাপাশি বার কাউন্সিলের ক্ষমতায় আসা নবনির্বাচিত বোর্ডকেও শুভেচ্ছা জানাই। আমরা তাদের পাশে রয়েছি।’

বার অ্যাসোসিয়েশনের ফৌজদারী বিভাগের ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী প্রার্থী খাইরুল বাশার দাবি করেন, ‘এখানে প্রতীক ছাড়াই ভোটাভুটি হয়েছে। মোট কথা বর্তমান বোর্ডের যে সকল ত্রুটি বিচ্যুতি ছিল তার বিরুদ্ধে ক্ষুব্ধ আইনজীবীরা সম্মিলিতভাবে প্রার্থী দিয়েছিল। এটা তাই ওই সকল ক্ষুব্ধ আইনজীবীদের সবার জয়।’


Sudipto

সম্পর্কিত খবর