বাংলা হান্ট ডেস্কঃ ফের আক্রমণ, পাল্টা আক্রমণে অভিজিৎ-দেবাংশু। লোকসভা নির্বাচনে বাংলার হাইভোল্টেজ কেন্দ্র গুলির মধ্যে একটি তমলুক। একদিকে বিজেপি প্রার্থী হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। আর বিপরীতে তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)।
ভোটের আগেই ফুল মেজাজে প্রচার চালাচ্ছেন দুই প্রার্থী। দেবাংশু আগাগোড়াই ঝাঁঝালো, তরুণ রাজনীতিকদের মধ্যে চেনা মুখ। ওদিকে অভিজিৎ রাজনীতির আঙিনায় নতুন হলেও ছেড়ে দেওয়ার পাত্র একদমই নয়। নাম ঘোষণার আগে থেকেই যুযুধান দুই শিবিরের মধ্যে শুরু হয়ে গিয়েছে আক্রমণ-প্রতি আক্রমণ।
কিছুদিন আগে দেবাংশুকে ‘ডেপো ছোকরা’ বলে নিশানা করেছিলেন অভিজিৎ। আবার একদিন আগেই দেবাংশুকে ‘বাচ্চা ছেলে’ বলে কটাক্ষ করেন অভিজিৎ। ভরা সভায় দাঁড়িয়ে বলেন, ‘এখানে একটা বাচ্চা ছেলেকে তৃণমূল প্রার্থী হিসেবে দাঁড় করিয়ে দিয়েছে। একটা সামান্য জলঢোঁড়া সাপ তার বাড়িতে ঢুকেছিল। সে বলছে এটা হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো এদের কথায় কোনো গুরুত্বই আমি দিতে চাই না। এরা আগে যোগ্য হয়ে উঠুক কোনো রাজনৈতিক আলোচনায় আসার জন্য, তখন উত্তর দেওয়া যাবে।’ পাশাপাশি আগের কথা তুলে এদিনও নিজেকে ‘চন্দ্রবোড়া সাপ’ বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এই নিয়ে সাংবাদিকেরা দেবাংশুর প্রতিক্রিয়া চাইলে তৃণমূল প্রার্থী বলেন, ‘আমার নিজের হাসি পাচ্ছে রীতিমতো। আমি কী বলবো বলুন। একজন ভোটের প্রার্থী প্রাক্তন বিচারপতি নিজেকে খিল্লির পর্যায়ে নামিয়ে এনেছেন। ‘ এদিকে অভিজিতের এই ‘বাচ্চা ছেলে’ কটাক্ষেরও পাল্টা দিয়েছেন দেবাংশু।
দেবাংশু বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন আমি নাকি বাচ্চা ছেলে, হ্যাঁ আমি বাচ্চা ছেলে আর উনি আমার দাদু। আমার দাদু অভিজিৎ গাঙ্গুলি। এবার দাদু-নাতির লড়াই হবে। আর দাদু নাতির লড়াই হবে আপনারা রেডি-স্টেডি-গো বলবেন আমরা দাদু আর নাতি মিলে দৌড়োবো। দাদু আগে পৌঁছায় নাকি নাতি, দেখা যাবে।
আরও পড়ুন: DA ক্ষোভের মাঝেই নয়া নির্দেশিকা জারি করল অর্থ দফতর! বিরাট ‘লোকসান’ হতে পারে রাজ্য সরকারি কর্মীদের
অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চরম কটাক্ষ করে দেবাংশু আরও বলেন, ‘উনি নিজেকে বিষাক্ত বলছেন আবার আমাকে বাচ্চা ছেলে বলছেন। দাদু নাতিকে বলছে ছোবল মারবে। পৃথিবীর কোন দাদু নাতিকে ছোবল মারে? যত দিন যাচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেকে কার্টুন ক্যারেক্টরে নামিয়ে আনছেন। আজ থেকে দুমাস আগে তার যে জায়গাতে ছিল তা আজ একদম উল্টো। উনি চন্দ্রবোড়া সাপ হপলে আমি সাপুড়ে। উনি সাপ হলে আমার পকেটে কার্বলিক অ্যাসিড রয়েছে। শুধু আমার নয় তমলুকের প্রত্যেকটা মানুষের বাড়িতে বাড়িতে যাতে কার্বলিক অ্যাসিড থাকে সেই ব্যবস্থা আমরা করবো।