প্রকাশ্যে দলীয় নেত্রীকে পঞ্চায়েত সমিতি থেকে চুলের মুঠি ধরে বের করে দিল তৃণমূল নেতারা!

বাংলাহান্ট ডেস্কঃ দলীয় সভাপতিকে মারের হাত থেকে বাঁচাতে গিয়ে, দুই মহিলার চুলের মুঠি ধরে পঞ্চায়েত সমিতির বাইরে বার করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলেরই (tmc) অপর এক গোষ্ঠীর বিরুদ্ধে। দলের মধ্যেকার সদস্যদের এহেন আচরণে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েছে শাসক দল। ঘটনায় আক্রান্তরা অভিযোগ দায়ের করে গোঘাট থানায়।

সোমবার ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাট (goghat) ১ নম্বর পঞ্চায়েত সমিতিতে। এই ঘটনার বিষয়ে সভাপতি মনোরঞ্জন পাল অভিযোগ করেছেন, ‘আচমকাই পঞ্চায়েত সমিতিতে ঢুকে প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদারের লোকজন আমাকে মারতে শুরু করে। আমাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ ও ময়না বাগ। তাঁদেরকে চুলের মুঠি ধরে পঞ্চায়েত সমিতি থেকে বের করে দেয় ওই দুষ্কৃতীরা’।

tmc flag

ঘটনায় আক্রান্ত শ্যামলীদেবী জানান, ‘সেই ১৯৯৮ সাল থেকে তৃণমূল করছি। বহুবার বিরোধীদের হাতে মার খেয়েছি, ঘরছাড়াও হয়েছি বেশ কয়েকবার। এদিন কয়েকজন ছেলে অন্যায়ভাবে আমার উপর আক্রমণ করল। কিন্তু এখন এভাবে দলের কর্মীদের হাতেই মার খেতে হবে, তা কোনদিন স্বপ্নেও ভাবিনি। একজন মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলাদের নিরাপত্তা কোথায়?’

এই ঘটনায় অভিযুক্ত প্রাক্তন তৃণমূল বিধায়ক মানস মজুমদার অবশ্য এখনও কোন প্রতিক্রিয়া দেননি। দলীয় কর্মীদের এমন আচরণে কিছুটা অস্বস্তিতে পড়ে গিয়েছে শাসক শিবির।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর