বাংলা হান্ট ডেস্কঃ বিরিয়ানি বলে কথা, তার আবার ভাগ ছাড়া যায় নাকি। এবার দলীয় কর্মসূচিতে বিরিয়ানির (Biriyani) প্যাকেট নিয়ে তুমুল মারপিট করলেন তৃণমূল কর্মীরা (TMC Workers)। শুধুই কী তাই, বর্ধমানে (Bardhaman) জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভায় মারপিট (Fight) করে আহত হলেন শাসকদলের কয়েক জন কর্মীও।
ঠিক কী ঘটেছিল? রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন। সেই লক্ষ্যে রবিবার পূর্ব বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের সভা ছিল। জানা যায় সভা শেষ হতে না হতেই টিফিনের প্যাকেট নিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দলেরই কর্মীরা। মারামারির ঘটনায় বেশ কয়েক জন আহত হন। হুড়োহুড়িতে পদপিষ্ট হওয়ারও উপক্রম হয়।
দল সূত্রেই খবর, সভা চলাকালীনই খাবারের গাড়ি চলে আসার খবর ছড়িয়ে পড়ে আগন্তুকদের মধ্যে। এর পরেই সভা ছেড়ে সমস্ত মানুষ খাবারের গাড়ির দিকে ছুটটে থাকেন। এরপরেই যাচ্ছেতাই অবস্থার সৃষ্টি হয়। নিজের ভাগের খাবারের প্যাকেট নিতে গিয়ে হুড়োহুড়ি সৃষ্টি হয়। আহত হন বেশ কয়েকজন। অন্যদিকে, খাবার না পেয়ে ক্ষোভ উগরে দেন অনেকেই। অভিযোগ, কেউ কেউ ৭-৮টি প্যাকেট নিয়ে পালিয়েছেন, আবার কারোর ভাগ্যে একটিও জোটে নি।
প্রসঙ্গত, এদিনের সভায় জেলার নানা প্রান্ত থেকে বহু কর্মী-সমর্থকরা এসে জড়ো হন। এদের মধ্যেই এক তৃণমূল কর্মী বলেন, ‘‘অনেক দূর থেকে এসেছিল। খাবার তো পরের কথা, জল পর্যন্ত পায়নি। অনেকে একের বেশি প্যাকেট নিয়ে গিয়েছে।’’ অন্যদিকে আরেক কর্মীর অভিযোগ বিরিয়ানি চাওয়ায় তাকে মারধর করা হয়েছে।
তবে বিশৃঙ্খলার গোটা ঘটনাটি মানতে নারাজ তৃণমূলের সংখ্যালঘু সেলের সভাপতি শেখ আসরাফুদ্দিন। তিনি বলেন, ‘‘তিন হাজার কর্মী এসেছে। একটু উনিশ-বিশ হতেই পারে। তবে সবার খাবার আছে।’’ পাশাপাশি তার অভিযোগ l, ‘‘বিজেপি আর সিপিএমই সভায় লোক ঢুকিয়ে ঝামেলা বাধিয়েছে।’’ অন্যদিকে, বিজেপির পালটা দাবি তারা কোনোভাবেই অশান্তির সাথে যুক্ত নেই।