হাতে তৃণমূলের পতাকা ও আগ্নেয়াস্ত্র! সুতিতে তাণ্ডব দুষ্কৃতীদের

বাংলাহান্ট ডেস্কঃ রাজ্যে চলছে ৫ জেলার ৩৪ আসনে ভোট। পশ্চিম বর্ধমান, মালদা, দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি আজ ভোট রয়েছে শহর কলকাতার চারটি বিধানসভা আসনেও। এই ভোট সপ্তমীর প্রেস্টিজ ফাইটে রয়েছেন একের পর এক হেভিওয়েট প্রার্থীও। সকাল থেকেই শুরু হয়েছে ভোটগ্রহণ (7th Phase WB Assembly Poll)। যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক রয়েছে কমিশন (Election Commission)। এমনকি করোনার বাড়বড়ন্তের কথা মাথায় রেখে ভোটকেন্দ্রগুলিতে মানা হচ্ছে কোভিড বিধিও।

West Bengal polls: TMC candidate Kajal Sinha, Covid-19 positive, passes away | Hindustan Times

তবে এই ভোটগ্রহণ নিয়ে সর্বত্র থেকে উঠে আসছে রাজনৈতিক হিংসার খবর। সেই মত ভোট সপ্তমীর সকালেই মুর্শিদাবাদের সুতি (Suti) কেন্দ্র থেকে উঠে এল একটি চাঞ্চল্যকর খবর। জানা যাচ্ছে, সেখানে বুথের মাত্র ৪০০ মিটারের মধ্যেই তৃণমূলের (TMC) পতাকা ও আগ্নেয়াস্ত্র হাতে তাণ্ডব চালাচ্ছে একদল দুষ্কৃতী।

এও জানা যাচ্ছে যে, ভোটের দিন সকালেই দুষ্কৃতীদের এহেন তাণ্ডবে আতঙ্কে বুথে পৌঁছতে পারছেন না সাধারণ মানুষ। অভিযোগ উঠছে, ঝাড়খণ্ড থেকে এই দুষ্কৃতীদের ভাড়া করে এই এলাকায় আনা হয়েছে। স্থানীয়দের অভিযোগ আড়াই লক্ষ টাকার বিনিময়ে ওই দুষ্কৃতীদের এনেছে তৃণমূল।

এদিন সুতির লক্ষ্মীপুর এলাকায় সকাল ১০টার দিকে ওই দুষ্কৃতীদের ঘুরতে দেখে স্থানীয়রা। তারা জানায় আতঙ্কে অনেকেই ভোটকেন্দ্রে ঢুকতে পারেনি। তবে বুথের ৪০০ মিটারের মধ্যে এমন আগ্নেয়াস্ত্র হাতে কীভাবে ঘুরে বেড়াচ্ছে দুষ্কৃতীরা। যার দূরদুরন্তেও দেখা নেই পুলিশ ও বাহিনীর। তবে গোটা ঘটনায় শাসকদল তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।


সম্পর্কিত খবর