বাংলা হান্ট ডেস্কঃ গতকাল এসএসসির (SSC Recruitment Scam) সম্পূর্ণ প্যানেল বাতিল হতেই হইচই পড়ে গিয়েছে সারা বাংলায়। কারও বাড়িতে অসুস্থ বাবা-মা তো কারও সন্তান খুবই ছোটো। গোটা সংসারের দায় একজনের কাঁধে, তাই চাকরি বাতিলের নির্দেশে মাথার ওপর কার্যত আকাশ ভেঙে পড়েছে চাকরিহারাদের। কলকাতা হাইকোর্টের গত বছরের রায় বহাল রেখে ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। এবার সেই তালিকায় উঠে এসেছে বারাসাতের এক প্রাক্তন কাউন্সিলরের নাম। তিনি হলেন দোলন বিশ্বাস।
চাকরিহারাদের (SSC Recruitment Scam) তালিকায় এবার নাম এল বারাসাত পুরসভার প্রাক্তন কাউন্সিলরের
জানা যাচ্ছে,বারাসাত বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠে কর্মরত ছিলেন তিনি। এই বিদ্যালয়ে দোলন এসএসসি গ্রুপ সি-এর নিয়োগে চাকরি পেয়েছিলেন। তবে দোলন একা নন, এই বিদ্যালয়ের চাকরি (SSC Recruitment Scam) গিয়েছে ফিজিক্সের শিক্ষক রাকিব ইসলামেরও। আগামী দিনে যার প্রভাব পড়তে চলেছে স্কুলের পঠন-পাঠনের ওপর। এ প্রসঙ্গে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন বিশ্বাস জানিয়েছে, শিক্ষক রাকিব ইসলাম এবং গ্রূপ সি দোলন বিশ্বাসের চাকরি যাওয়ায় আগামীদিনে তাঁরা সমস্যায় পড়বেন।
অন্যদিকে বারাসাত পৌরসভার প্রাক্তন পৌর মাতা দোলন বিশ্বাসের চাকরি যাওয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। প্রসঙ্গত, এর আগেও তদন্ত চলাকালীন অযোগ্যদের তালিকা প্রকাশ্যে এসেছিল সেখানেও এই দোলন বিশ্বাসের নাম ছিল। সাদা ওএমআর শিটের সেই ছবিও প্রকাশ হয়েছিল।
প্রসঙ্গত ২৬ হাজার চাকরি (SSC Recruitment Scam) বাতিল মামলার শুরু থেকেই জটিলতা তৈরী হয়েছিল যোগ্য-অযোগ্য প্রার্থীদের নামের তালিকা বাছাই নিয়ে। শেষ পর্যন্ত যোগ্য-অযোগ্য বাছাই করতে না পারার জন্য ২০১৬ সালের পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আর তারপর থেকেই বিরোধীরা এই ব্যর্থতার দায় চাপাচ্ছেন রাজ্যের শাসক দলের বিরুদ্ধে।
আরও পড়ুন: পয়লা বৈশাখের মধ্যেই…মমতাকে টাইট ডেডলাইন! এবার নবান্ন অভিযানের ডাক চাকরিহারাদের
সিপিএমের অভিযোগ, দোলন বিশ্বাস একা নয় গোটা পশ্চিমবঙ্গে এরকম নাকি আরও অনেক তৃণমূলের নেতা-নেত্রীরা রয়েছেন। অন্যদিকে বিজেপির দাবি তৃণমূল করায় পুরস্কার দেওয়া হয়েছে দোলন বিশ্বাসকে। এপ্রসঙ্গে তৃণমূল মুখপাত্র সুনীল মুখার্জি অবশ্য বলেছেন মুখ্যমন্ত্রী পুরো বিষয়টা দেখছেন। তবে চাকরিহারা নিয়ে রাজ্য রাজনীতিতে রাজনৈতিক তরজা শুরু হলেও সমস্যার মুখে পড়েছেন রাজ্যের ছাত্রছাত্রীরা।
সুপ্রিম নির্দেশে চাকরি হারানোর পর দোলন বিশ্বাস জানিয়েছেন, তিনি আদালতের রায় এখনও বুঝে উঠতে পারিনি। তবে আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। এই মুহূর্তে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, তাই এখনই এই বিষয়ে কিছু বলতে চান নি।
প্রসঙ্গত বারাসাতের বিবেকানন্দ আদর্শ বিদ্যাপীঠ স্কুলে ফিজিক্সের একমাত্র শিক্ষক ছিলেন রাকিব ইসলাম। তাই তাঁর চাকরি চলে যাওয়ায় আগামীদিনে সমস্যা হবে ছাত্র ছাত্রীদের পঠন-পাঠনে। অন্যদিকে গ্রুপ সি দোলন বিশ্বাসের চাকরি চলে যাওয়ায় রেজিস্ট্রেশন সহ অন্যান্য কাজেও সমস্যায় পড়তে হবে বিদ্যালয় কর্তৃপক্ষকে। সবমিলিয়ে এই চাকরি বাতিলের নির্দেশে মহা বিপর্যয়ের মুখে এই স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী সকলেই।