‘বাবা তো গেল, এবার তুইও যাবি’, মৃত কাউন্সিলরের ছেলেকে খুনের হুমকি, অভিযোগে বিদ্ধ তৃণমূল!

বাংলাহান্ট ডেস্ক : ঝালদায় কংগ্রেস কাউন্সিলর খুনের তদন্ত করছে সিবিআই। কিনারা হয়নি এখনও সেই মামলার। ধরা পড়েনি অপরাধীরা। এরই মধ্যে মৃত কাউন্সিলর তপন কান্দুর ছেলে দেব কান্দুকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনার প্রেক্ষিতে ভীম তিওয়ারি নামে এক স্থানীয় তৃণমূল কর্মীর বিরুদ্ধে শনিবার ঝালদা থানায় অভিযোগ দায়ের করেন দেব। এদিকে যদিও অভিযুক্তকে চেনেই না বলে দাবি করেছে পুরুলিয়া জেলা তৃণমূল। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্বভাবতই ঘটনার জেরে ভীত সন্ত্রস্ত সদ্য পিতৃহারা বছর উনিশের দেব। তিনি জানিয়েছেন, শনিবার সকাল নটা নাগাদ বাজার যাচ্ছিলেন তিনি। সেই সময়ই পথ আটকে হুমকি দেন ভীম। ভীম বলেন, ‘তোরা অনেক বেড়েছিস। তপনের একটাই ছেলে। ও তো গেল। এর পর তুইও যাবি। আমাদের তোরা চিনিস না। সতর্ক হয়ে যা। না হলে বিপদ আছে।’

এই ঘটনার পরই সোজা পুলিশের দ্বারস্থ হন বছর উনিশের কিশোর। সেখানে লিখিত অভিযোগ করে ভীমের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা নেওয়ার আবেদন জানান তিনি। দেবের মা অর্থাৎ তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু তপন বাবুর হত্যার সময়ও এই ভীমের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন। সেই সময় ভীম দাবি করেন, ‘অভিযোগ তো অনেকের নামে রয়েছে। তার তদন্ত চলছে। অভিযোগ করলেই তো হয় না।’

jhalda 2

এই বারের ঘটনাতেও অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল কর্মী। এবারে তাঁর সাফাই, ‘এ সব অভিযোগ ভুয়ো। আমার সঙ্গে তপন কান্দুর ছেলের দেখা হয়নি। ঝালদা শহরে তো অনেক জায়গায় সিসি ক্যামেরা রয়েছে। সেগুলি খতিয়ে দেখা হোক। তা হলেই বিষয়টি জানা যাবে।’ একই সঙ্গে এই ঘটনায় নিজেদের নাম জড়াতে যে কোনও মতেই চায় না তৃণমূল তা বলাই বাহুল্য। অভিযুক্তকে চেনেন না বলেও দাবি করেছেন দলের জেলাস্তরের শীর্ষ নেতৃত্ব। এই প্রসঙ্গে পুরুলিয়া জেলার তৃণমূল সভাপতি সৌমেন বেলথারিয়া বলেন, ‘ভীম তিওয়ারি তৃণমূলের কোনও পদে নেই। উনি তৃণমূল কর্মী কি না, আমি বলতে পারব না। সেটা স্থানীয় নেতৃত্বই বলতে পারবেন।’ ঘটনার জেরে যে তীব্র চাঞ্চল্য এবং উত্তেজনা সৃষ্টি হয়েছে এলাকায় বা বলাই বাহুল্য।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর