রক্তদাতাদের দেওয়া হল এক প্যাকেট ঘুঁটে! আজব উপহার দিয়ে শিরোনামে তৃণমূল কংগ্রেস

বাংলাহান্ট ডেস্ক : লাগাতার বেড়েই চলেছে জ্বালানি গ্যাস এবং তেলের দাম। রীতিমতো নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। এবার জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক অভূতপূর্ব নজিরবিহীন পদক্ষেপের সাক্ষী থাকল বেলঘড়িয়াবাসী। খাস কলকাতার উপকন্ঠে রক্তদান শিবিরে উপহারের পরিবর্তে দেওয়া হয় ব্যাগ ভর্তি ঘুঁটে। এহেন চাঞ্চল্যকর ঘটনায় যে বিস্তর মজা পেয়েছেন এলাকাবাসী তা বলাই বাহুল্য।

রক্তদান মহৎ দান। বিষয়টি পুরোটাই স্বেচ্ছা নির্ভর হলেও বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনও না কোনও উপহার দেওয়াই হচ্ছে রক্তদাতাতে রক্তদান শিবিরের উদ্যোক্তাদের তরফে। কখনও প্রেসার কুকার, ব্যাগ, ছাতা কিংবা ইন্ডাকশন ওভেন অবধিও থাকে এই উপহারের তালিকায়, কিন্তু তাবলে ব্যাগ বোঝাই ঘুঁটে? এত আবার হয় নাকি? কিন্তু এমনই এক তাজ্জব কাণ্ড দেখা গেল বেলঘড়িয়ার এক রক্তদান শিবিরে।

১ মে উপলক্ষ্যে রবিবার, তৃণমূলের শ্রমিক সংগঠনের তরফে বেলঘড়িয়ায় আয়োজন করা হয় ওই রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়। সেখানেই কেন্দ্র সরকারের একাধিক নীতি এবং জ্বালানির মাত্রাছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় প্যাকেট বোঝাই ঘুঁটে।

ওই রক্তদান শিবিরের উদ্যোক্তারা জানিয়েছেন, ”ক্রমাগত বেড়েই চলেছে পেট্রোল ডিজেল এবং জ্বালানি গ্যাস সিলিণ্ডারের দাম। হাজার টাকা হয়ে গেছে গ্যাস সিলিন্ডারের দাম।পরিস্থিতি মধ্যবিত্তের নাগালের বাইরে গেলেও কোনও পদক্ষেপই নিচ্ছে না মোদী সরকার। কেন্দ্র সরকারের এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা এই উদ্যোগ নিয়েছি। ঘুঁটের প্যাকেট তাই আজ আমরা রক্তদাতাদের হাতে তুলে দিচ্ছি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বিষয়টি প্রতীকী হলেও এভাবেই প্রতিবাদ জানাচ্ছি আমরা।’ অনুষ্ঠানে মে দিবস কেন এতখানি প্রাসঙ্গিক আজকের প্রেক্ষাপটেও তা নিয়ে বক্তব্য রাখেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়। তবে এহেন অভিনব প্রতিবাদের জেরে বেশ হইচই পড়ে যে এলাকায় সেকথা আর নতুন করে বলে দিতে হয় না।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর