গভীর রাতে উত্তপ্ত জগদ্দল! অর্জুন সিংকে লক্ষ্য করে চলল গুলি! তোলপাড় বাংলা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভা ভোট (WB Assembly Elections) হতে এখনও বছরখানেক বাকি। তার আগেই উত্তপ্ত হয়ে উঠল জগদ্দল। সেখানকার ‘বাহুবলী’ নেতা অর্জুন সিংকে (Arjun Singh) লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ফের দুষ্কৃতীদের নিশানায় অর্জুন সিং (Arjun Singh)!

বুধবার গভীর রাতে বিজেপি (BJP) নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত যুবক তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বলে খবর। অর্জুনের দাবি, পুলিশের সামনেই অভিযুক্তরা গুলি চালিয়েছেন। সেই সঙ্গেই বোমাবাজি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তেতে ওঠে জগদ্দল। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের আবার দাবি, গুলি চালিয়েছেন অর্জুন সিং নিজে।

জানা যাচ্ছে, এদিন মেঘনা মিলের শ্রমিকদের মধ্যে অশান্তি হচ্ছিল। খবর পাওয়ার পর সেখানে পৌঁছন ১৮ নং ওয়ার্ডের কাউন্সিলরের ছেলে নমিত সিং। এরপরেই সেই বচসা আরও বেড়ে যায় বলে খবর। গুলি চলারও অভিযোগ ওঠে।

আরও পড়ুনঃ ‘বল করলে আমিও ব্যাটিং শুরু করব’! অক্সফোর্ডে উঠতে পারে আরজি কর প্রসঙ্গ! ‘রেডি’ মমতা

এদিকে অর্জুন (Arjun Singh) জানিয়েছেন, বুধবার রাতে তিনি মজদুর ভবনেই ছিলেন। সেই সময় আচমকা ২ রাউন্ড গুলি চলার আওয়াজ পান। সঙ্গে সঙ্গে কয়েকজনকে নিয়ে মেঘনা মোড়ের কাছে যান। বিজেপি নেতার দাবি, সেই সময় দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালান। পাল্টা তাঁরা ধাওয়া করলে পালাতে গিয়ে একজন যুবক আহত হন।

এই ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতেই উত্তপ্ত হয়ে ওঠে সেই এলাকা। ঘটনাস্থলে আসে পুলিশ। জখম যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে অর্জুন সিংয়ের তরফ থেকে তাঁকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ করা হলেও তা উড়িয়ে দিয়েছে তৃণমূল (Trinamool Congress)। তাদের দাবি, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ নিজে গুলি চালিয়েছেন।

Arjun Singh

তৃণমূলের কথায়, পড়ে গিয়ে আহত হননি। বরং নমিত সিং ঘনিষ্ঠ সাদ্দাম নামের ওই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। খোদ অর্জুন সিং তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছেন বলে অভিযোগ করেছে জোড়াফুল শিবির। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম ও ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষের গলাতেও শোনা গিয়েছে একই সুর।

দেবজ্যোতি বলেন, ‘সাংসদ তহবিলের টাকায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডি ভবনের শিলান্যাস হয়েছে। সেই গাত্রদাহ থেকেই বোমা-গুলির রাজনীতি করছেন অর্জুন সিং’।

উল্লেখ্য, এখন তৃণমূলকে আক্রমণ করলেও একদা এই দলের অংশ ছিলেন অর্জুন সিং (Arjun Singh)। উনিশের লোকসভা ভোটের আগে বিজেপিতে যোগ দিলেও পরবর্তীতে ফের তৃণমূলে ফিরে এসেছিলেন তিনি। এরপর গত বছর লোকসভা নির্বাচনের আগে ফের দলবদল করেন জগদ্দল-ব্যারাকপুরের এই ‘বাহুবলী’ নেতা। বর্তমানে বিজেপিতেই রয়েছেন তিনি।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X