বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে পেট্রোল এবং ডিজেলের ওপর ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। জ্বালানির উপর কর আগেই কমিয়েছিল কেন্দ্র সরকার এবং তাদের এই ঘোষণার পর অন্যান্য একাধিক রাজ্যগুলিও সেই পথে হাঁটে। তবে এতদিন পর্যন্ত ব্রাত্য ছিল বাংলা, শেষ পর্যন্ত এদিন পেট্রোল এবং ডিজেল প্রতি বেশ কিছুটা ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সূত্রের খবর, এদিন পেট্রোলে লিটার প্রতি 2.80 টাকা এবং প্রতি লিটার ডিজেলে 2.20 টাকা ভ্যাট কমালো তৃণমূল সরকার। কেন্দ্র সরকারের পর রাজ্য সরকারেরও এই সিদ্ধান্তে অবশেষে বেশ খানিকটা স্বস্তি পেল সাধারণ মানুষ। জ্বালানির পিছনে দাম কমানো বাবদ রাজ্য সরকারের 641.45 কোটি টাকা লোকসান হতে চলেছে বলে খবর।
উল্লেখ্য, গত শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ পেট্রোল এবং ডিজেলের উপর ট্যাক্স কমানোর ঘোষণা করেন। কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতি লিটার পেট্রোলে 8 টাকা এবং ডিজেল প্রতি 6 টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে সব মিলিয়ে পেট্রোল এবং ডিজেলের ওপর যথাক্রমে 9.5 টাকা এবং 7 টাকা কাটছাঁট করে কেন্দ্র সরকার। কেন্দ্রের এই ঘোষণার পরই বিজেপি শাসিত রাজ্য গুলি ছাড়াও কেরালা এবং রাজস্থানের মতো বহু অবিজেপি রাজ্যগুলিও তাদের ভ্যাট কমানোর সিদ্ধান্ত নেয়। তবে এতদিন পর্যন্ত বাংলা উল্টো পথে হাঁটলেও এদিন অবশেষে জ্বালানি বাবদ কর কমানোর সিদ্ধান্তে সাধারণ মানুষের বেশ কিছুটা স্বস্তি হলো বলেই মত বিশেষজ্ঞদের।
এদিন পেট্রো-পণ্যের ট্যাক্স কমিয়েই কেন্দ্র সরকারকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বিজেপি সরকার সেস ওঠায়নি। ওটা আমরা পাই না বরং যায় কেন্দ্র সরকারের কাছে। লোকে এখন বলছে, অন্য রাজ্যগুলি নাকি অনেক ভ্যাট কমিয়েছে আর আমরা কমাইনি। আপনারা খবর নিয়ে দেখুন, বিজেপি শাসিত রাজ্য গুলি কেন্দ্রের কাছ থেকে কত টাকা পায় আর আমাদের প্রাপ্য কত! ওরা আমাদের ওপর শুধুমাত্র টাকার বোঝা চাপিয়ে যাচ্ছে।”