অভিষেকের বিরাট চমক! ট্রেন বাতিলের পর এবার বিকল্প ব্যবস্থা, এই ভাবে দিল্লিতে পৌঁছবে তৃণমূল

বাংলা হান্ট ডেস্কঃ কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আগামী ২ এবং ৩ অক্টোবর দিল্লিতে ধারণা কর্মসূচী রয়েছে তৃণমূলের (Trinamool Congress)। বাংলা থেকে দলের কর্মী, জবকার্ড হোল্ডারদের নিয়ে রাজধানী (Delhi) পৌঁছতে একটা গোটা ট্রেন ভাড়া চেয়ে আবেদন করা হয়েছিল। নিয়ম মেনে জমা দেওয়া হয়েছিল রেলের ঠিক করে দেওয়া ভাড়া এবং সিকিউরিটি ডিপোজ়িটও।

দল সূত্রে খবর আইআরসিটিসির মাধ্যমে ১১ লক্ষ টাকা সিকিওরিটি ডিপোজিট ও ৫০ লক্ষ টাকা ভাড়া দিয়ে বিশেষ ট্রেনের আবেদন জানিয়েছিল তৃণমূল। প্যান্ট্রি-সহ ২০টি স্লিপার বগির আবেদন করা হয়েছিল বলে জানা গিয়েছে। তবে শুক্রবার হঠাৎই সেই ট্রেন বাতিল করে রেল কর্তৃপক্ষ।

তবে এতেও যে তৃণমূলের কর্মসূচী থেমে থাকবেনা এই কথা গতকালই সাফ জানিয়ে দিয়েছিল তৃণমূল। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন দিল্লি কর্মসূচী হবেই। কথা মতোই ট্রেন না পেয়ে বিকল্প ব্যবস্থা নিয়ে নিল তৃণমূল।

দল তরফে জানানো হয়েছে ট্রেনের বদলে বাসে যাওয়া হবে দিল্লি। শনিবার সকাল ৯টায় ধর্মতলা থেকে তৃণমূলের বাসগুলি রাজধানীর উদ্দেশে রওনা দেবে। এরপর সকলে মিলে দিল্লিতে পৌঁছবেন। জেলাভিত্তিক বাসের ব্যবস্থা করা হয়েছে দল তরফে। তবে কতগুলো বাস দিল্লির উদ্দেশে রওনা দেবে সেই হিসেব মেলেনি। প্রয়োজন মতো বাসের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে নেতৃত্ব।

আরও পড়ুন: ED-র পাল্টা AB! নিয়োগ দুর্নীতি মামলায় এবার কী করতে চলেছেন অভিষেক? এল বিরাট আপডেট

তৃণমূল সূত্রে খবর দলের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, জেলা পরিষদের সভাধিপতি, সহকারী সভাধিপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূল কর্মী এবং জব কার্ড হোল্ডার সবমিলিয়ে প্রায় আড়াই থেকে তিন হাজার জন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আওয়াজ তুলতে হাজির হবেন দিল্লিতে।

abhishek

গত জুলাই মাসে এই কর্মসূচীর ঘোষণা করেছিল তৃণমূল। সেই মতোই চলছিল প্রস্তুতি। তবে একেবারে শেষ মুহূর্তে এসে ট্রেন বাতিল হওয়ায় জোড় চৰ্চা শুরু হয়েছিল। কিভাবে এত কর্মী নিয়ে দিল্লি পৌঁছনো সম্ভব হবে সেই প্রশ্নই সামনে আসছিল। যদিও সন্ধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে অভিষেক বলেন, “ট্রেন বাতিল করে আমাদের আটকানো যাবে না। আমরা বিকল্প ব্যবস্থা করে নেব। বাংলার বঞ্চিত মানুষের কণ্ঠস্বর দিল্লিতে পৌঁছবেই।’’ নেতার ঘোষণার পরেই বিকল্প পন্থা নিয়ে নিল তৃণমূল।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর