উপনির্বাচনে সব মেশিন পাল্টে দেওয়া হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ উপনির্বাচনে ভরাডুবি এমনকি জামানত বাজেয়াপ্ত হওয়ার পর, মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (suvendu adhikari)। নিজেদের হারের জন্য করলেন শাসক দলকে দায়ী। তাঁর দাবী, উপনির্বাচনে বড়সড় কারচুপি করা হয়েছে। মেশিন বদলে দিয়েছে শাসক দল।

পূর্বেও দেখা গিয়েছে, নির্বাচন শেষে পরাজিত দল ইভিএম কারচুপির অভিযোগ করে এসেছে। তাঁদের দাবি থাকে, ইভিএম কারচুপি করেই জয়ী হয়েছে বিজয়ী দল। তবে এবার মেশিন বদলে দেওয়ার অভিযোগ করলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

সদ্য শেষ হওয়া উপনির্বাচনে ভরাডুবি হয় বিজেপির। ৪ টি কেন্দ্রেই বিশাল ব্যবধানে জয়লাভ করে তৃণমূল প্রার্থীরা। বিজেপি প্রার্থীরা শুধু পরাজিতই নয়, ৩ জনের জামানত বাজেয়াপ্তও হয়ে যায়। তবে সম্প্রতি কলকাতায় একটি বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দিয়ে, সেখান থেকে বেরোনর সময় মেশিন বদলে দেওয়ার অভিযোগ তুললেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, ‘সব মেশিনই পাল্টেছে ওঁরা। আমি বুথে ধরে ধরে তা বের করেছি। জেনারেল সেক্রেটারি সৌমেনের বাড়ির ৮ টা ভোটের মধ্যে ১ টা পড়েছে। শান্তিপুর কলেজের বুথে বিজেপি মাত্র ৮ টা ভোট পেয়েছে। মানুষ সবই দেখেছে। ১০০-র মধ্যে যদি কোন দল ৮৭ শতাংশ ভোট পায়, তা দেখে সবাই হেসেছে। পতনের দিকে এগিয়ে যাওয়ার জন্য, যা যা হওয়ার হয়েছে’।

শুভেন্দু অধিকারীর এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে পালটা দিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (kunal ghosh) বলেন, ‘নির্বাচন হয়েছে কেন্দ্রীয় বাহিনীর আওতায়। মস্তিষ্ক বিকৃতি হয়েছে বিরোধী দলনেতার। কূপমণ্ডুক হয়ে থাকলে চলবে নাকি? এটা কখনও কি হওয়া সম্ভব? তামিলনাড়ুতে বিজেপির এক প্রার্থী মাত্র ১ টি ভোট পেয়েছেন। শুভেন্দু সামনের সারিতে থাকলে, কর্মীরা কেউই ভোট দেবে না। হেরে মুখ দেখাতে পারছে না বলে, বাজার গরম করছে’।

সম্পর্কিত খবর

X