মালদহে ব্যাপক ভাঙন তৃণমূলে, একসঙ্গে ১৩ টি পঞ্চায়েতের প্রধান-উপপ্রধান যোগ দিলেন বিজেপিতে

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ মালদহে বড়সড় ভাঙন ধরল শাসক দল তৃণমূলে। শাসক দলের দখলে থাকা ১৩ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান আজ যোগ দেন বিজেপিতে। এর সাথে আজ বিজেপিতে যোগ দেন তৃণমূলে দাপুটে নেতা শেখ ইয়াসিন। নির্বাচনের আগে মালদহে এটা সবথেকে বড় ধাক্কা তৃণমূলের কাছে। মালদহের রতুয়া বিধানসভা কেন্দ্রের গ্রাম পঞ্চায়েত প্রধান-উপপ্রধান আর শেখ ইয়াসিন আজ বিজেপির সদর দফতরে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান।

প্রাপ্ত খবর অনুযায়ী, দিনকয়েক ধরে রতুয়া বিধানসভা কেন্দ্রের ১৩ টি গ্রাম পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধানদের নিয়ে কলকাতায় ছিলেন তৃণমূলের দাপুটে নেতা শেখ ইয়াসিন। আজ তৃণমূলের সেই দাপুটে নেতা সবাইকে নিয়ে বিজেপিতে যোগ দেন। প্রাপ্ত খবর অনুযায়ী, আসন্ন নির্বাচনে বিধানসভার টিকিট পাবেন না বলেই শেখ ইয়াসিন আজ দলবল নিয়ে বিজেপিতে যোগ দেন।

বিধানসভা নির্বাচনের আগে দিকে দিকে ভাঙন ধরছে শাসক দল তৃণমূলে। আরেকদিকে, বিজেপি নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। আজ টলিউডের অনেকেই বিজেপিতে যোগদান করেছেন। শাসক দল তৃণমূলের সাংসদ নুসরত জাহানের ঘনিষ্ঠ বন্ধু যশ দাশগুপ্ত আজ বিজেপিতে যোগ দেন। এছাড়াও আজ বিজেপিতে যোগ দিয়েছেন সৌমিলী বিশ্বাস, পাপিয়া অধিকারী, অঞ্জনা বসু।

বিধানসভা নির্বাচনের আগে একদিকে যেমন তৃণমূলে ভাঙন ধরাতে তৎপর বিজেপি, তেমনই এবার সিনেমা জগতে থাবা বসানোর উদ্যোগ নিয়েছে গেরুয়া শিবির। আজ যশ দাশগুপ্তদের দলে টেনেই শেষ না। আগামী দিনে টলি পাড়ার আরও নামীদামী নক্ষত্রদের দলে টানার প্রস্তুতি নিচ্ছে বিজেপি।

X