এবার কি বাংলাদেশেও তৃণমূল? দলে দলে যোগ দেওয়া আহ্বান জানিয়ে পড়লো পেস্টার!

বাংলাহান্ট ডেস্ক : ভারতের গণতন্ত্রের ইতিহাসে অন্যতম সফল রাজনৈতিক দল তৃণমূল (All India Trinamool Congress)। নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জনপ্রিয়তাও ভালোই। রাজ্যের গণ্ডি পেরিয়ে ধীরে ধীরে গোটা দেশেই ভিত মজবুত করার চেষ্টা করছে এই জোড়াফুল শিবির। এবার দেশের গণ্ডী টপকে বাংলাদেশেও কি পা রাখতে চলেছে তৃণমূল?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়েছে। যেখানে একটি পোস্টারে লেখা হয়েছে, ‘বাংলাদেশের তৃণমূল পার্টি’ (Bangladesher Trinamool Party)। দলের মহাসচিব হিসেবে নাম লেখা রয়েছে হাসান খালেদ তালুকদারের এবং চেয়ারপার্সন জুলিয়া আক্তার। ওই পোস্টারে আরও লেখা, ‘বাংলাদেশ তৃণমূল পার্টি জনগণের ন্যায্য দাবী আদায়ের পার্টি। গনতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে।’ বাংলাদেশ তৃণমূল পার্টিতে যোগ দিন।’ স্বাভাবিকভাবেই অনেকের মনেই প্রশ্ন উঠছে এই দল নিয়ে।

জানা গিয়েছে, চলতি বছরের ২২ জানুয়ারি বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আখরাম খাঁ হল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘বাংলাদেশের তৃণমূল পার্টি’। এই দলের স্লোগান ‘জয় বাংলাদেশ-জয় তৃণমূল পার্টি’। দলের চেয়ারপার্সন জুলিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক এসকে কামরুল ইসলাম এবং মহাসচিব হাসান খালেদ তালুকদার। শুধুমাত্র তৃণমূল শব্দে মিল থাকলেও তা আগাগোড়া বাংলাদেশের একটি ভিন্ন রাজনৈতিক দল এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই।

বাংলাদেশের জাতীয় নির্বাচন আগামী বছরের শেষ দিকে বা ২০২৪ সালের শুরুতেই অনুষ্ঠিত হতে চলেছে বলে খবর। নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠকের পর বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, ২০২৩ সালের শেষ দিকে বা ২০২৪ সালের শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

Sudipto

সম্পর্কিত খবর