বাংলাহান্ট ডেস্কঃ আসন্ন নির্বাচনের আগে গুটি সাজাচ্ছে বঙ্গ (West bengal) বিজেপি (Bharatiya Janata Party)। করোনার আবহে প্রকাশ্য সমাবেশে বাঁধা থাকলেও, ভার্চুয়াল বৈঠকেই দল গঠনের কাজ করছে গেরুয়া শিবির। বাংলায় পূর্বাপেক্ষা নিজেদের আসন এবং পরিধি বিস্তারের দিকে এগিয়ে রয়েছে বিজেপি। এই পরিস্থিতিতে জোরকদমে চলছে দলকে গড়ে তোলার কাজ।
পাল্লা ভারী হল বিজেপির
বিভিন্ন সময়ে দেখা গেছে বাংলার রাজনৈতিক দলে ভাঙ্গন ঘটতে। কোথাও একদল মানুষ তৃণমূল ছেড়ে যোগ দিয়েছে বিজেপিতে, আবার কোথাও বা গেরুয়া শিবির ছেড়ে হাত ধরেছে শাসক দলের। তবে এবার এই ভাঙ্গা গড়ার মধ্যে এক বিরাট চমক আনল বঙ্গ বিজেপি। একই সঙ্গে ১০ জন প্রাক্তন পুলিশ কর্তা বিজেপিতে যোগ দিয়ে পাল্লা ভারী করলেন জয় শ্রী রাম বাহিনীর।
স্বাগত জানানো হল নতুন সদস্যদের
প্রাক্তন পুলিশকর্তাদের বিজেপিতে যোগদানের ফলে কিছুটা হলেও ক্ষমতা বৃদ্ধি ঘটল বিজেপির। দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দল স্বাগত জানানো হল এই পুলিশ কর্তাদের। বর্তমানে করোনা আবহে সমাবেশ বৈঠকে ভিড় না বাড়িয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে তারা ভার্চুয়াল পদ্ধতি মেনেই বিজেপিতে যোগ দিলেন।
দলে নতুন সদস্যদের আমন্ত্রণ জানালেন, বঙ্গ বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya), অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার সেলের দেবকুমার মুখোপাধ্যায় এবং বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুও।
কারা এই নতুন সদস্য
এই ১০ প্রাক্তন পুলিশ কর্তারা হলেন প্রাক্তন আইজি বিনয় চক্রবর্তী (Binoy Chakraborty), বাসব তালুকদার, প্রাক্তন ডিআইজি শঙ্কর চক্রবর্তী, অশোক দত্ত, স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ডিসিমিহির দাস, অঞ্জন চক্রবর্তী, স্বাধীন সরকার, কমল পাত্র, সরোজ রায়চৌধুরী।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা