বাবুল সুপ্রিয়র কর্মীসভাতেই চুলোচুলি, বেধড়ক মারধর করা হল তৃণমূল কাউন্সিলরের স্বামীকে

বাংলাহান্ট ডেস্ক : বারবারই গোষ্ঠীদ্বন্দ্বের জেরে শিরোনামে আসে রাজ্যের শাসক দল৷ এবার খাস শহর কলকাতার বুকেই তৃণমূলের গোষ্ঠী কোন্দলে তোলপাড় রাজ্য রাজনীতি। তৃণমুলের হেভিওয়েট তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়র কর্মীসভাতেই বেধড়ক মারধর করা হল স্থানীয় কাউন্সিলরের স্বামীকে। অভিযোগের তীর তৃণমূল কর্মীদেরই বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কলকাতা পুরনিগমের ৬৫ নম্বর ওয়ার্ডে।

জানা যাচ্ছে, সোমবার সন্ধ্যায় ৬৫ নম্বর ওয়ার্ডে একটি কর্মীসভা করছিলেন বালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রার্থী বাবুল সুপ্রিয়। সেই সভাতেই দুপক্ষেই বচসাকে কেন্দ্র করে হাতাহাতি লাগে। রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় স্থানীয় তৃণমূল কাউন্সিলর নিবেদিতা শর্মার স্বামী সুশীল কুমার শর্মাকে। রড দিয়েও পেটানো হয় তাঁকে। নাক ফেটে যায় অনেকের। সুশীল শর্মার কাঁধে রডের আঘাতে গুরুতর চোট লাগে, আঘাত করা হয় মাথাতেও। বেশ গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারী নার্সিং হোমে।

আক্রান্ত তৃণমূল নেতা তথা কাউন্সিলরের স্বামী জানিয়েছেন, ‘এলাকার বেশ কিছু ছেলে বাবুল সুপ্রিয়র বিভিন্ন রকম ভিডিও তুলে ভাইরাল করে দিচ্ছিল। আমি সেটির প্রতিবাদ করতেই হামলা চালানো হয় আমার উপর।’ অভিযুক্তরা প্রত্যেকেই তৃণমূল কর্মী বলেই জানিয়েছেন তিনি। অভিযুক্ত শেখ রাজা এবং তাঁর ছেলে ওয়াসিম রাজা আমান মহল্লা কমিটির সদস্য বলেই খবর।

infight

এই প্রসঙ্গে সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশীষ কুমার। সেখানে উপস্থিত না থাকায় ব্যাপারটি নিয়ে মুখ খোলেননি তিনি। তবে তিনি বলেন, ‘দল তদন্ত করছে, দোষীদের শাস্তি হবে।’ প্রসঙ্গত, আগে ওই ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন সুশীল শর্মা নিজেই। বর্তমানে তাঁর স্ত্রী নিবেদিতা শর্মা ওই আসনে বসেছেন। উল্লেখ্য, বহুদিন আগে তৃণমূলে যোগ দেন এই প্রাক্তন আরএসপি নেতা।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর