বিপাকে তৃণমূলের তারকা বিধায়ক, লাভলির বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল অভিযোগ

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। ভোটের দিন যতই এগিয়ে আসছে ততই চারা দিয়ে উঠছে শাসকদলের অন্তর্দ্বন্দ্ব। এবার তৃণমূলের (TMC) তারকা বিধায়ক লাভলি মৈত্রর (Lovely Maitra) বিরুদ্ধে দল তরফেই উঠল গুরুতর অভিযোগ। শুধু তাই নয়, সেই অভিযোগ গিয়ে পৌঁছাল আদালত পর্যন্ত। সোনারপুর কলেজের পরিচালন কমিটির সভাপতির পদ থেকে সরানো নিয়ে বর্তমান বিধায়ক লাভলির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা ঠুকেছেন প্রাক্তন বিধায়ক।

পরিচালন কমিটির সভাপতির পদ ঘিরে এবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। মেয়াদ ফুরনোর আগেই সোনারপুর কলেজের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়কে। অভিযোগ, আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত কমিটির মেয়াদ ছিল। তবে তার আগেই জীবন মুখোপাধ্যায়কে সরিয়ে দিয়ে সেই জায়গা দখল করেছেন লাভলি।

এই নিয়েই ক্ষোভে তিনি লাভলির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এই বিষয়ে লাভলি মৈত্রকে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। সংবাদমাধ্যমের কাছে প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন মুখোপাধ্যায় বলেন, “সভাপতি হওয়ার ইচ্ছে হয়েছে, তাই নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে যেভাবে হোক ক্ষমতা দখল করার চেষ্টা করেছেন তিনি ৷”

lovely
লাভলি মৈত্র

অন্যদিকে, শুধু জীবনবাবুই নন, তার পাশাপাশি কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছে রাজপুর সোনারপুর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান তথা আইনজীবি প্রণবেশ মন্ডলকেও। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি তিনি। অন্যদিকে, যার বিরুদ্ধে এত অভিযোগ তৃণমূলের সেই তারকা বিধায়ক অবশ্য এই নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

লাভলি মৈত্র জানান, যা বলার পরে বলবেন তিনি। পাশাপাশি, এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাননি পূর্বতন ও বর্তমান কলেজ কমিটির সদস্য রাজপুর সোনারপুর পুরসভার পুরপ্রধান পল্লব দাসও। তিনি বলেন,” বিষয়টি বিচারাধীন”। তবে ইতিমধ্যেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। লাভলির এহেন কর্মকাণ্ডের বিরোধিতা করে সরব হয়েছে বাম, বিজেপি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর