ফের TMC গোষ্ঠীকোন্দল! অঞ্চল সভাপতির নাম ঘোষণা হতেই দলীয় কার্যালয় ভাঙলেন কর্মীরা

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট (Panchayat Vote) পূর্বে লাগাতার বঙ্গে শাসক দলের গোষ্ঠীকোন্দল। এবার দলের অঞ্চল সভাপতির নাম ঘোষনা হতেই বিক্ষোভে নামলেন দলেরই ব্লক সভাপতি। শুধু তাই নয়, তৃণমূলের (TMC) দলীয় কার্যালয়েই ভাঙচুর চালানেন দলীয় কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) জেলার ইন্দপুর ব্লকে। জানা গিয়েছে, তৃণমূলের অঞ্চল সভাপতির নাম ঘোষণা হওয়ার পরই দলের জেলা সভাপতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে সরব হন দলের ইন্দপুর ব্লকের সভাপতি রেজাউল খান। প্রসঙ্গত, দুদিন আগেই সিমলাপাল ব্লকের সাতটি অঞ্চল সভাপতি পদে নতুন কর্মীকে নিয়োগ না করে পূর্বের সদস্যদের পুনরায় পদ দেওয়ায় সিমলাপালে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় দলেরই একাংশ। দুদিনের ব্যাবধানে সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি ঘটল ইন্দপুরে।

ঠিক কী ঘটেছিল? তৃণমূলের ইন্দপুর ব্লক সভাপতি সহ দলের অধিকাংশর দাবি ছিল গত গ্রাম পঞ্চায়েত, বিধানসভা ও লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে দলে রদবদল করা হোক। সেইমতো জেলা সভাপতির কাছে জমাও দেওয়া হয়েছিল সেই তালিকা। তবে ব্লকের সাতটি অঞ্চল সভাপতি পদে কোনো পরিবর্তন না করায় ঘটে ধুন্ধুমার ঘটনা। খোদ দলেরই ব্লক প্রধান জেলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান।

tmc flag

অন্যদিকে, এই বিষয়ে জেলা সভাপতি বলেন, “অঞ্চল সভাপতিদের নাম ঘোষণা তাঁর একার সিদ্ধান্ত নয়। জেলার কোর কমিটির সম্মতিতেই সেই তালিকা তৈরি হয়েছে। তালিকা কারোর মনের মত না হয়ে থাকলে দলের সাথেই সেই বিষয়ে আলোচনা করা যেত”।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর