অনুব্রতকে হাসপাতালে দেখতে গেল না কেউই, কেষ্টকে কেন এড়িয়ে যাচ্ছে তৃণমূল! তুঙ্গে জল্পনা

বাংলাহান্ট ডেস্ক : একের পর এক ঝামেলা যেন নিত্যসঙ্গী তৃণমূলের। কখনও অনুব্রতর হাসপাতাল যাত্রা, কখনও দুর্নীতির এবং সন্ত্রাসের অভিযোগে লঙ্কাকাণ্ড, খুনোখুনি কখনও আবার এসএসসি কেলেঙ্কারি নিয়ে দলের ভিতরেই কাদাছোঁড়াছুঁড়ি, সব মিলিয়ে রাজ্যজুড়ে এখন একটাই প্রশ্ন, হচ্ছেটা কী তৃণমূলে?

এসএসসি নিয়োগের জোড়া মামলার তদন্ত করছে সিবিআই। সেই প্রসঙ্গে বলতে গিয়ে দিন দুয়েক আগে তৃণমূল মুখপাত্র দাবি করেন, এই দুর্নীতির ব্যাপারে পার্থ চট্টোপাধ্যায়ই সবচেয়ে ভালো বলতে পারবেন। তাঁর এহেন মন্তব্যকে ঘিরেই শুরু হয় তুমুল জল্পনা। এর প্রেক্ষিতে আবার কুণালকে পালটা দেন ফিরহাদ হাকিম। কুণাল ঘোষ মন্ত্রীসভার সদস্য নয় বলে উল্লেখ করে তিনি ঘুরিয়ে প্রশাসনিক ব্যাপার থেকে খানিক তফাতেই থাকতে বলেন তৃণমূল মুখপাত্রকে। এরপরই কাল আবার বিস্ফোরণ মন্তব্য করেন কুণাল ঘোষ। তাঁর দাবি, তাঁর মন্ত্রীত্বের জন্য হ্যাংলামিই নেই। তাই দলের হয়ে কথা বলবেন তিনি।

   

অন্যদিকে আবার, সিবিআই জুজু দেখে হাসপাতালেই ঠাঁই নিয়েছেন অনুব্রত। ৬ এপ্রিল চিনার পার্কের ফ্ল্যাট থেকে গাড়ি নিয়ে নিজাম প্যালেসের দিকে বেরোলেও মাঝ রাস্তায় গাড়ির গন্তব্য যায় বদলে। সিবিআই দপ্তরের বদলে সোজা এসএসকেএম এর উডবার্ন ওয়ার্ডে হাজির হন দাপুটে তৃণমূল নেতা। ‘অসুস্থ বোধ করছি’ এই দাবি করেই সেদিন থেকেই সেখানে চিকিৎসাধীন তিনি। হাসপাতালেই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়ে পারে বলেই জানিয়ে রেখেছেন তদন্তকারী অফিসাররা।

অনুব্রত হাসপাতালে ভর্তির নয় নয় করেও পেরিয়েছে ৪-৫টি দিন। কিন্তু আশ্চর্য এই যে হাসপাতালের ধারে কাছেও দেখা মেলেনি দলের কোনও তাবড় নেতার। একমাত্র অনুব্রতর ছায়াসঙ্গী বলে পরিচিত রানা সিংহ নিয়মিত হাসপাতালে গিয়ে দেখা করে আসছেন তৃণমূল নেতার সঙ্গে। অতীতেও সারদা, নারদা কান্ডে ধৃত নেতা নেত্রীরা হাসপাতালে থাকাকালীন সেখানে দেখা গিয়েছে একাধিক নেতা মন্ত্রীকে। শুধু হাসপাতাল নয়, জেলে গিয়েও দেখা করে এসেছেন শাসকদলের প্রথম সারির নেতারা। তবে অনুব্রতর ক্ষেত্রেই এহেন উল্টোপূরাণ কেন? তবে কি অনুব্রতকে এবার এড়িয়ে চলতে চাইছে তৃণমূল নেতৃত্ব, ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই।

একদিকে কুনাল-পার্থ সংঘাত, অন্যদিকে অনুব্রতকে নেতাদের এড়িয়ে চলা, এর মধ্যে দিয়ে কি এই বার্তাই দিতে চাইছে দল, যে গন্ডগোল হলে সেই দায় একমাত্র নিজেরই? সেই অনিয়মের ভাগ নেবে না দল। যদিও এই বিষয়টি সত্যি হলে সেটিকে বেইমানি বলেই মনে করছে দলের একাংশ। স্বভাবতই সব মিলিয়ে বিস্তর জলঘোলা যে চলছে তৃণমূলের অন্দরে, সেকথা বলাই বাহুল্য।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর