গোষ্ঠীকোন্দলে জেরবার তৃণমূল! এবার দিদির দূতের গালেই সপাটে চড় পঞ্চায়েত প্রধানের

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন (Panchayat Vote)। তাকেই পাখির চোখ করে ‘দিদির সুরক্ষা কবচ’ (Didir Suraksha Kawach) কর্মসূচি নিয়ে গিয়ে জেলায় জেলায় পৌঁছে যাচ্ছেন দিদির দূতরা। শুধুই কী যাচ্ছেন? লাগাতার মানুষের বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে তৃণমূলের (TMC) প্রথম সারির নেতাদের।

ভোটের আগে উপর তলার নেতাদের সামনে পেয়ে নিজেদের ক্ষোভ, বঞ্চনার অভিযোগ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। এহেন দৃশ্য বিগত কিছুদিন যাবৎ একাধিকবার, একাধিক জায়গা থেকে উঠে এসেছে। আর এবার দিদির দূতকেই (Didir Doot) সপাটে চড় পঞ্চায়েত প্রধানের (Panchayat Member)। ঘটনা ঘিরে অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস।

   

ব্যারাকপুরের (Barrackpore) শিউলিতে (Sewli) দিদির দূতকেই থাপ্পড় মারলেন তৃণমূলেরই পঞ্চায়েত প্রধান। ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচীতে দিদির দূত হয়ে এলাকায় পৌঁছান তৃণমূল নেতা সইদুল গাজি। অভিযোগ সেখানেই তার ওপর চড়াও হন পঞ্চায়েত প্রধান সহ বাকি সব পঞ্চায়েত সদস্য। এরপরেই ঘটনা হাতের বাইরে বেরিয়ে যায়। দূত সইদুল গাজিকে সপাটে চড় বসান স্থানীয় পঞ্চায়েত প্রধান।

tmc flag f

রাজ্যে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। দিক দিক থেকে উঠে আসছে একই ঘটনা। এদিনও তার ব্যতিক্রম হল না। এই লজ্জাজনক বিষয়ে আক্রান্ত দিদির দূত সইদুল গাজি জানান, নিজের এলাকায় দলের সকল সদস্যকে নিয়ে কাজ করেন তিনি। তবে পঞ্চায়েত প্রধান দলের কোনো কাজের সাথে যুক্ত নেই। পাশাপাশি সেই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে দলের অন্যদেরও অনেক অভিযোগ আছে বলে জানান তিনি।

পাশাপাশি তিনি জানান এদিন কর্মসূচী চলাকালীনই হঠাৎ তার ওপর চড়াও হন আখের আলী মণ্ডল। প্রথমে তাকে গালিগালাজ করেন ওই পঞ্চায়েত সদস্য। এরপরই তার গালে চড় বসান অভিযুক্ত। সাথেই সইদুল গাজির সঙ্গীদের ওপরও হামলা হয় বলে সংবাদমাধ্যমকে জানান তিনি। গোষ্ঠী দ্বন্দ্বের

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর