পোশাক কোনও পরিচয় নয় বোঝাতে লুঙ্গি পরে মিছিল করলো তৃণমূল

বাংলা হান্ট ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ইতিমধ্যেই রাজ্যের পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়েছে শুধু রাজ্যের পরিস্থিতি নয় দেশের বিভিন্ন রাজ্যে যেভাবে উত্তেজনার আঁচ ছড়িয়েছে সেই প্রসঙ্গে বারবার বিজেপি শিবির কটাক্ষ শুরু করেছিল। বিশেষ করে ট্রেন ভাঙচুর রেল স্টেশনে আগুন লাগিয়ে দেওয়া এবং ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি বিশেষ সম্প্রদায়কে লক্ষ্য করে লুঙ্গি পরা লোক গুলি অশান্তি ছড়াচ্ছে বলে কটাক্ষ করেছিলেন।

যদিও মোদীকে তাঁর পাল্টা দিতে ছাড়েনি বিরোধী দলগুলি। কিন্তু এ বার রাজ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এক অভিনব পন্থা অবলম্বন করল তৃণমূল। নাগরিকত্বের বিরোধিতায় এবার লুঙ্গি পরে প্রতিবাদ মিছিল করল তৃণমূল কংগ্রেস। কোচবিহারের দিনহাটায় তৃণমূল কংগ্রেসের তরফে লুঙ্গি পরে তৃণমূল বিধায়ক উদয়ন গুহর নেতৃত্বে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।NallakannuChennaiProtest750

পাশাপাশি পদযাত্রাও করে তৃণমূল কংগ্রেস আর সেখান থেকে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ করে একাধিক কটাক্ষ মূলক মন্তব্য করেন। সোমবার কোচবিহারের দিনহাটা শহরের কলেজ মাঠ থেকে চৌপথি পর্যন্ত দলের অন্যান্য নেতাদের নিয়ে মিছিল করা হয়। আর এই মিছিলেই পোশাক প্রসঙ্গ উল্লেখ করে বিজেপি ও প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দেওয়া হয় যে ভারতীয়রা সব পোশাকেই স্বাচ্ছন্দ।

অর্থাত্ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সেই লুঙ্গি বিতর্কের কড়া জবাব দিতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই লুঙ্গি কে বেছে নিয়ে মিছিল করা হয়েছে। কিন্তু দিনহাটার তৃণমূল কংগ্রেসের তরফে লুঙ্গি পরে মিছিলকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি র জেলা সভানেত্রী মালতি রাভার। তিনি বলেন সাধারণ মানুষকে এসব করে ভুল বোঝাতে পারবে না তৃণমূল কংগ্রেস।

অন্যদিকে নিজেদের অধিকার রক্ষার দাবিতে মঙ্গলবার আবারও পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে মঙ্গলবার উত্তর কলকাতায় স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে বেলেঘাটার গাঁধী ভবন অবধি আরও একটি মিছিলে হাঁটবেন মুখ্যমন্ত্রী। অর্থাত্ এই নিয়ে দ্বিতীয় বারের জন্য মিছিল ও পদযাত্রায় হাঁটছে তৃণমূল।


সম্পর্কিত খবর