বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনের পর বর্তমানে ভাটা চলছে তৃণমূলে। রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন পদ হারাতে পারেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তপন দাশগুপ্ত।
তপন দাশগুপ্ত রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী। অপরদিকে জেলা সভাপতিও। কিন্তু তা সত্ত্বেও তাকে হারাতে হয়েছে হুগলি লোকসভা আসন। পরপর দুবার সংসদ হয়েছিলেন তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত।কিন্তু এবার তাকে পেছনে ফেলে এগিয়ে গেছেন বিজেপি। অভিনেত্রী লকেট চট্টোপাধ্যায় তপনবাবুকে হারিয়ে এবারের সংসদ হচ্ছেন।
বর্তমান রাজ্যের গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।তিনি আবার জেলা সভাপতিও। বনগাঁ বিধানসভা কেন্দ্র খারাপ ফল করে তৃণমূল প্রথম স্থানে উঠে আসে বিজেপি।
জানা যাচ্ছে লোকসভা নির্বাচনে তৃণমূলে খারাপ ফল করায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলটিকে আবার পুনর্বিবেচনা করে সাজানোর চেষ্টা করছেন। ফলে পদ হারাতে পারে অনেকেই।