ছেঁটে ফেলা হল মহুয়া মৈত্রকে! ‘পাশে নেই’, অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল তৃণমূল

বাংলা হান্ট ডেস্ক: মহুয়া মৈত্রের (Mahua Moitra) পাশে দাঁড়াল না তৃণমূল (TMC)। অর্থ এবং উপহারের বিনিময়ে দুবাইয়ের ব্যবসায়ীর স্বার্থ থেকে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। সেই অভিযোগ আরও জোরালো হয়ে উঠেছে কারণ, বৃহস্পতিবার দুবাইকেন্দ্রিক ব্যবসায়ী দর্শন হীরানন্দানি স্বাক্ষরিত ‘হলফনামা’য় মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ এবং তাঁর যোগাযোগের কথা স্বীকার করে নিয়েছেন।

আর এরপরেই তৃণমূলের পক্ষে স্পষ্টতই জানিয়ে দেওয়া হল, দল এই বিষয়ের মধ্যে ঢুকবে না। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) শুক্রবার বলেন, ‘মহুয়ার বিষয়ে তৃণমূলের কোনও বক্তব্য নেই। দল এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাবে না।’

উল্লেখ্য, মহুয়া মৈত্রের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর থেকেই কোনও মন্তব্য করেনি তৃণমূল। সতর্কভাবে পা ফেলা হয়েছে শাসক দলের তরফে। তার থেকেই স্পষ্ট হয়ে গিয়েছিল, মহুয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তৃণমূল দূরত্ব বজায় রাখছে। আর এবার স্পষ্ট করে কুণাল সেটি জানিয়ে দিলেন।

বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে (Nishikant Dubey) অভিযোগ তুলেছেন, মহুয়া মৈত্র টাকা বা উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন তুলেছিলেন। শিল্পপতি দর্শন হীরানন্দানির থেকে টাকা এবং উপহার নিয়ে লোকসভায় প্রশ্ন করেছিলেন মহুয়া।কয়েকটি প্রশ্ন ছিল আদানি (Adani) গোষ্ঠীর বিরুদ্ধে। এই নিয়েই সরগরম রাজনীতি।

জয় অনন্ত দেহাদরাই নামে এক আইনজীবীর সঙ্গে মহুয়ার ঘনিষ্ঠতা ছিল বলে জানা গিয়েছে। ওই আইনজীবীই সিবিআই (CBI) এবং বিজেপি সংসদ (BJP MP) নিশিকান্তকে চিঠি লিখেছেন। জানিয়েছিলেন, তিনি মহুয়ার এক সময়ের ঘনিষ্ঠ বন্ধু।

mahua moitra and her ex boyfriendTMC

এদিকে শুক্রবার মহুয়া মৈত্র জানিয়ে দিয়েছেন, সিবিআই তলব করলে তিনি যেতে রাজি। ইতিমধ্যেই এই অভিযোগ খতিয়ে দেখতে লোকসভার স্পিকার এথিক্স কমিটিকে নির্দেশ দিয়েছেন। মহুয়া জানিয়েছেন, এথিক্স কমিটি (Ethics Committee) ডাকলে তিনি সাড়া দেবেন।

Monojit

সম্পর্কিত খবর